ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘গল্প নয় সত্যি’ ও তারা তিনজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
‘গল্প নয় সত্যি’ ও তারা তিনজন

চারপাশে নানান হতাশার খবর। দুঃখ, যন্ত্রণা, বেদনার কথাই শোনা যায় বেশি।

এর মধ্যেও দেশে ইতিবাচক কিছু ঘটনা ঘটছে। এর মধ্যে চারটি ঘটনা নিয়ে দেখতে একত্র হলেন জনপ্রিয় তিন তারকা কুমার বিশ্বজিৎ, মৌসুমী ও রিয়াজ। ‘গল্প নয় সত্যি’ নামের অনুষ্ঠানে দেখা যাবে তাদেরকে।

এ আয়োজনে সিলেটে প্রতিবন্ধীদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা জহির আলম, মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কমে আসা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বানানো চালকহীন বিমান ড্রোন এবং সেন্টমার্টিনে জীববৈচিত্র নিয়ে রয়েছে প্রতিবেদন।

তিন তারকা সব প্রতিবেদনই মনোযোগ দিয়ে দেখেছেন। এরপর সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া, মন্তব্য ও পরামর্শ দিয়েছেন তারা। জহির আলমের প্রিয় গান ‘মা’। তাই কুমার বিশ্বজিৎ খালি গলায় তার জনপ্রিয় গানটির মুখ গেয়ে শুনিয়েছেন।

বিটিভির স্টুডিওতে এর চিত্রায়ন হয়েছে বুধবার (৩০ মার্চ)। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মনোজ ও মেহনাজ। আগামী ৮ এপ্রিল রাত আটটার বাংলা সংবাদের পর প্রচার হবে ‘গল্প নয় সত্যি’।

অনুষ্ঠানের গবেষক এমএস রানা ও নজরুল ইসলাম। জাইকার সহায়তায় এইচডিটিভির প্রকল্প হিসেবে তৈরি হয়েছে এটি। এর প্রকল্প পরিচালক মাহফুজা আক্তার। ‘গল্প নয় সত্যি’ প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও নাজমুল হুদা।

বাংলাদেশ সময় : ০৪৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।