ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নিম্ন রক্তচাপে হাসপাতালে রিচা চাড্ডা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
নিম্ন রক্তচাপে হাসপাতালে রিচা চাড্ডা

অভিনয়ের পাশাপাশি কত্থক ও কন্টেমপোরারি নাচে প্রশিক্ষিত নৃত্যশিল্পী রিচা চাড্ডা। সম্প্রতি একটি নাচের অনুষ্ঠানের মহড়া করছিলেন তিনি।

কিন্তু হঠাৎ পড়ে যাওয়ায় মহড়া বন্ধ করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

বেশ কিছুদিন আগে নাচের অনুষ্ঠানটিতে অংশ নেওয়ার কথা দিয়েছিলেন রিচা। এ কারণে রাতে শুটিং শেষে মহড়া করতেন। জানা গেছে, গত ২৭ মার্চ নিম্ন রক্তচাপের কারণে অজ্ঞান হয়ে পড়েছিলেন ‘মাসান’ তারকা রিচা। এ কারণে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় তাকে। এরপর কী করতে পারবেন আর কী পারবেন না, সে নির্দেশনাসহ তাকে ছেড়ে দেওয়া হয়।

শারীরিক অবস্থার উন্নতির জন্য কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাদের মন্তব্য, তুমুল ব্যস্ততার কারণেই হিমশিম খেয়ে এমন হয়েছে। তাছাড়া নিজের আগামী ছবি ‘ক্যাবারে’র জন্য কঠোর ডায়েট মেনেছেন তিনি।

‘ক্যাবারে’ ছবিতে নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা যাবে রিচাকে। এতে তার বিপরীতে আছেন গুলশান দেবাইয়া। এরই মধ্যে বুধবার (৩০ মার্চ) ছবিটির ‘পানি পানি’ গানের ভিডিও ছাড়া  হয়েছে ইউটিউবে।

কৌস্তব নারায়াণ নিয়োগি পরিচালিত ‘ক্যাবারে’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন গুলশান গ্রোভার, শ্রীশান্থ, শরদ কাপুর ও রাহুল রায়। প্রযোজনা করেছে অভিনেত্রী পূজা ভাটের প্রতিষ্ঠান ফিশআই নেটওয়ার্ক প্রোডাকশন্স। ছবিটি মুক্তি পাবে আগামী ৬ মে।

এদিকে ‘সর্বজিৎ’ নামে আরেকটি ছবিতে কাজ করছেন রিচা। এতে সুখপ্রীত কুমারের চরিত্রে দেখা যাবে তাকে। এর পরিচালক ওমাঙ কুমারকে দৃশ্যধারণের শেষ দিন ছোট একটি ট্রাক্টর উপহার দিয়েছেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী। কারণ সর্বজিৎ ছিলেন চাষী। ট্রাক্টরে চিত্রকর্মও এঁকে দিয়েছেন রিচা।

রিচা বললেন, ‘সেট থেকে গাড়ি চালিয়ে ফিরছিলাম। গ্রামের ভেতর ছোট একটি দোতানে হঠাৎ দেখলাম খেলনা বিক্রি হচ্ছে। আমরা ট্রাক্টরের গুরুত্বপূর্ণ দৃশ্যের কাজ শেষ করেছি। এই যন্ত্রটি হলো পাঞ্জাবের কৃষকদের এগিয়ে চলার পথে সবচেয়ে বড় অনুপ্রেরণা। পরিচালককে ছবিটি ও আমার অভিনীত চরিত্রের কথা মনে করিয়ে দিতেই এমন উপহার দিয়েছি।

এদিকে ‘ক্যাবারে’ ছবিতে ঝলমলে নারীর ভূমিকায় দর্শকদের সামনে আসবেন। তবে তিনি মনে করেন, এ ধরনের ঝলমলে চরিত্র তার জন্র ঝুঁকিপূর্ণ। তার কথায়, “লোকে ছবিটির টিজার পছন্দ করছে, এটা কিছুটা অপ্রত্যাশিত। অনেকে আমাকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। এখানে আমার চরিত্রটি কৌতূহল জাগানিয়া, কিন্তু ঝলমলে মেয়ের চরিত্রে কাজ করা আমার জন্য ঝুঁকিপূণ। ’ ‘ক্যাবারে’র টিজার ইউটিউবে উন্মুক্ত হওয়ার দুই দিনে দেখা হয়েছে ২০ লাখ বার। এই প্রতিক্রিয়া আশ্চর্যজনক। ”

বলিউডের তারকারা ছোট পর্দায়ও কাজ করেন, তবে রিচা তাদের দলে নন। তিনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। তবে এটি বানানো ফুরসত পাচ্ছেন না।

বাংলাদেশ সময় : ০৭১৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।