ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

৩ এপ্রিল এফডিসিতে বর্ণিল আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
৩ এপ্রিল এফডিসিতে বর্ণিল আয়োজন

প্রতিবছরের মতো এবারও উদযাপন করা হবে জাতীয় চলচ্চিত্র দিবস। ৩ এপ্রিল ঘিরে প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) তত্ত্বাবধানে দিনটিকে ঘিরে থাকছে বর্ণিল আয়োজন ও  কর্মসূচি।

জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ৩ এপ্রিল দিনব্যাপী কর্মসূচিতে থাকছে শোভাযাত্রা, সেমিনার স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, রেড কার্পেট সংবর্ধণা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়স্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা।

আয়োজকরা জানান, সকাল ১০টায় এফডিসি চত্ত্বরে চলচ্চিত্র ‍দিবস উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও সচিব মরতুজা আহমদ।  

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ জানান, এবারের আয়োজনের ট্যাগ লাইন হচ্ছে, ‘ডিজিটাল চলচ্চিত্র সম্ভাবনার নতুন দিগন্ত’। বরাবরের মতো এবারও চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা ও সেমিনার।

বেলা ১১টায় শুরু হতে যাওয়া সেমিনারের বিষয় হচ্ছে, ‘দর্শক সংকট ও বিলুপ্তির পথে প্রেক্ষাগৃহঃ বাংলাদেশের চলচ্চিত্রের সমস্য ও উত্তরণের উপায়’। এতে প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আলোচনায় অংশ নেবেন মুশফিকুর রহমান গুলজার, কাজী হায়াৎ, আব্দুল আজিজ, ইফতেখার উদ্দিন নওশাদ, মোহাম্মদ হোসেন জেমী, খোরশেদ আলম খশরু, মহিউদ্দিন ফারুক এবং এ জে এম শফিউল আলম ভূইয়া। ৮ নম্বর শুটিং ফ্লোরে অনুষ্ঠিতব্য সেমিনারে সভাপতিত্ব করবেন তপন কুমার ঘোষ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।