ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রণবীরকে পুরস্কার দেওয়ায় টুইটারে তিরস্কার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
রণবীরকে পুরস্কার দেওয়ায় টুইটারে তিরস্কার

‘বাজিরাও মাস্তানি’ ছবিতে পেশওয়া বাজিরাও চরিত্রে অভিনয়ের সুবাদে মারাঠি পাবলিকেশন লোকমাতের কাছ থেকে ‘মহারাষ্ট্রিয়ান অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। কিন্তু তার মতে, এতে কিছু মানুষ হতবাক হয়ে গেছে!

কারণ রণবীরকে পুরস্কারটি দেওয়ায় টুইটারে চলছে সমালোচনার ঝড়।

৩০ বছর বয়সী এই অভিনেতাকে নির্বাচন করেছেন রাজনীতিবিদ সুশীল কুমার সিন্ধে ও প্রফুল্ল প্যাটেল, সমাজকর্মী মেধা পাটেকর, আইনজীবী উজ্জ্বল নিকাম, ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কা এবং চলচ্চিত্র পরিচালক মধুর ভান্ডারকর।

সিন্ধি বংশের রণবীরকে কেনো এ পুরস্কারের জন্য নির্বাচন করা হলো তা ভেবে পাচ্ছে না আমজনতা। তিনি এটি পাওয়ার যোগ্যতা রাখেন না বলে দাবি অনেকের। তাদের মতে, বলিউড অভিনেতা নানা পাটেকর পেতে পারতেন এই পুরস্কার। কারণ দুঃস্থ কৃষকদের পাশে দাঁড়িয়েছেন তিনি।

বিদ্রুপ করে টুইটে অনেকে উল্লেখ করেন, মারাঠি ভাষায় অদক্ষ রণবীর যদি ‘বাজিরাও মাস্তানি’র জন্য ‘মহারাষ্ট্রিয়ান অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড পান, তাহলে তো সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-এর জন্য ‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার’ খেতাব পাওয়া উচিত! আরেকজনের বিদ্রুপ- তাহলে তো ‘হায়দার’ ছবির জন্য শহিদ কাপুরকে ‘কাশ্মির অব দ্য ইয়ার’ পুরস্কার দেওয়া যেতে পারে!

তবে রণবীরের ভক্তরা উচ্ছ্বসিত। এর আগে এই পুরস্কার পেয়েছেন অমিতাভ বচ্চন ও দিলীপ কুমারের মতো কিংবদন্তিরা। দু’জনের কেউই মহারাষ্ট্রের মানুষ নন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।