ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আফজালের বিজ্ঞাপনে মিশু ঝলমলে নারী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
আফজালের বিজ্ঞাপনে মিশু ঝলমলে নারী

টিভিতে এখনও বিজ্ঞাপনটি দেখা যায়। এক কিশোরী বোতলে ভরে বাবার জন্য কথা জমায়।

তাঁতের শাড়ি পরা মা লাড়কি আর হাস-মুরগি রাখার খাঁচা এদিক-ওদিক করতে করতে মেয়েকে উপদেশ দিতে থাকেন।

গ্রামীণফোনের এই বিজ্ঞাপনে নিম্ন-মধ্যবিত্ত সাদামাটা গ্রামীণ নারীর ভূমিকায় অভিনয় করেন মিশু চৌধুরী। এক বছর পর নতুন বিজ্ঞাপনে কাজ করলেন তিনি। এবার ঝলমলে আর রঙিন হয়ে পর্দায় আসছেন প্রাক্তন ক্রিকেটার থেকে অভিনয়ে যুক্ত হওয়া এই শিল্পী।

গল্পটা এক কর্মজীবী গৃহিণীকে ঘিরে। সকালবেলা ঘরে শ্বশুর-শাশুড়ি, স্বামী-সন্তানকে নাস্তা খাওয়ানোর পর তাকে ছুটতে হয় কর্মস্থলে। সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বকাঝকাও শুনতে হয় কাজের ফাঁকে। এর মধ্যে সন্তানের অসুস্থতার খবর পেয়ে ছুটে আসেন তিনি।  

মানুষ এনজিওর ২ মিনিট ব্যাপ্তির বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। গত ২৭ মার্চ তার জন্মদিনে রাজধানীর উত্তরায় এর দৃশ্যধারণ শুরু হয়। পরদিনও কাজ হয়েছে বিজ্ঞাপনী সংস্থা মাত্রার কার্যালয় ও ঢাকার বিভিন্ন জায়গায়। আগামী দুই সপ্তাহের মধ্যে এটি টিভিতে প্রচার হবে।

আফজাল হোসেনের নির্দেশনায় কাজ করে দারুণ উচ্ছ্বসিত মিশু। তিনি বাংলানিউজকে বললেন, ‘আফজাল ভাই যে আমাকে এভাবে ঝলমলে রূপে উপস্থাপন করবেন ভাবিনি। তার গল্প বলার ধরণ আর নির্দেশনায় আমি মুগ্ধ। সংসারে মেয়েদের কাজে ছেলেরা সামান্য একটু সহযোগিতা করলেও তা ইতিবাচক হয়, এই বক্তব্যই তুলে ধরা হয়েছে এতে। ’

মিশু অভিনীত গ্রামীণফোনের বিজ্ঞাপনটির নির্দেশনা দেন অমিতাভ রেজা চৌধুরী। এক বছর পর বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে ভালো গল্প পাইনি। তবে অপেক্ষা করেছি। নতুন বিজ্ঞাপনটা নিয়ে আমি খুব আশাবাদী। দর্শকরা আমাকে ঝলমলে রূপে কীভাবে গ্রহণ করে তা দেখতে চাই। এর ওপর ভিত্তি করে পরের বিজ্ঞাপনটা হাতে নেবো। ’

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।