ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জেমস বন্ডদের সামনে মিম!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
জেমস বন্ডদের সামনে মিম!

হোয়াইট হাউসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার সামনে চেয়ারে বসে আছেন বিদ্যা সিনহা মিম! তার পাশে লাল রঙা একটি টেলিফোন। অবাক হচ্ছেন? আরও আছে।



জেমস বন্ড ড্যানিয়েল ক্রেগ, শন কনারি, রজার মুর, টিমোথি ডালটন ও জর্জ ল্যাজেনবির পাশেও দাঁড়িয়েছেন মিম। কখনও তিনি বসেছেন শ্যারন ওসবোর্ন ও ওজি ওসবোর্ন দম্পতির পাশে। কখনওবা টক শো উপস্থাপক জিমি ফ্যালনের সঙ্গে। আরেকটি ছবিতে দেখা গেলো মিমকে ঘুষি মারতে চাইছে কমিকসের চরিত্র হাল্ক। অন্য ছবিতে তার ত্রাতার ভূমিকায় দাঁড়িয়েছেন আয়রন ম্যান।

‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন, গায়িকা জেনিফার লোপেজ, অভিনেতা মর্গান ফ্রিম্যান, প্রয়াত অভিনেতা রবিন উইলিয়ামস, একসময়ের বিখ্যাত ব্যান্ড স্পাইস গার্লসের চার গায়িকা, টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের সঙ্গেও মিম! তবে রক্তে মাংসের নন, তাদের মোমের মূর্তি দেখতে গিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। অবশ্য দূর থেকে এক ঝটকায় দেখে মনেই হবে না এগুলো কোনো মূর্তি। মাদাম তুসো জাদুঘরের কেরামতি এটাই।

যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাদাম তুসো জাদুঘরে বিখ্যাত তারকাদের মোমের মূর্তি দেখে আনন্দিত মিম। তিনি মঙ্গলবার (৫ এপ্রিল) বাংলানিউজকে ফেসবুকে বলেন, ‘হলিউডের বিখ্যাত অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকাদের মোমের মূর্তি সামনে পেয়ে আমি আপ্লুত। এখানে এসে দারুণ সময় কাটছে। ’

ঢালিউড অ্যাওয়ার্ডসে অংশ নিতে গত ১ এপ্রিল আমেরিকায় গেছেন মিম। এ অনুষ্ঠানে ‘পদ্ম পাতার জল’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার এসেছে তার হাতে। পাশাপাশি তিনি নৃত্য পরিবেশন করেন।

এবারের পহেলা বৈশাখ মার্কিন মুলুকেই উদযাপন করবেন মিম। আগামী ১৬ এপ্রিল তিনি ঢাকায় ফিরবেন বলে জানান।

বাংলাদেশ সময় : ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।