ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ঢাকা মহানগর শাখা ঋতুরাজ বসন্ত বিদায় পর্বে আয়োজন করেছে ‘যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নন্দনমঞ্চে শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এটি।


 
অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সংগঠনের ও দেশের স্বনামধন্য শিল্পীরা। সামিনা হোসেন প্রেমার নৃত্য পরিচালনায় ভাবনা এবং শর্মিলা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য পরিচালনায় থাকবে নৃত্যনন্দনের পরিবেশনা। পাঠ ও আবৃত্তি করবেন ডালিয়া আহমেদ ও বেলায়েত হোসেন।
 
গান গাইবেন মিতা হক, মহিউজ্জামান চৌধুরী, সালমা আকবর, রোকাইয়া হাসিনা, সেমন্তী মঞ্জরী, সাইদা হোসেন পাপড়ি, সুস্মিতা আহমেদ, জাহিদ হাসান আনন, সুদীপ সরকার, শ্রাবণী মজুমদার, এএসএম জাকারিয়া, অনিন্দ আহসান, শ্রেয়া ঘোষ, শওকী জাহান, ইরাবতী মন্ডল, আশরাফুজ্জামান পিনু, দীপাঞ্জন মুখার্জি, বীথি ফারজানা রহমান, শেখ শহীদ পারভেজ টিটো।
 
যন্ত্রাণুষঙ্গে থাকবেন এনামুল হক ওমর ও সুবীর ঘোষ (তবলা), অসিত বিশ্বাস (এস্রাজ), মোঃ মনিরুজ্জামা (বাঁশি), ইফতেখার হোসেন সোহেল (কি-বোর্ড) ও নাজমুল আলম (মন্দিরা)। সংগীত সমন্বয়ে সেমন্তী মঞ্জরী। সংগীত পরিচালনা করবেন সাইদা হোসেন পাপড়ি।
 
সংগঠনটির সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক কৃষ্টি হেফাজ বলেন, ‘জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ঢাকা মহানগর শাখা ঋতু-বৈচিত্রকে উদ্যাপন করে। বর্ষা, শরৎ ও বসন্তে অনুষ্ঠান আয়োজন করে থাকি আমরা। এবার বসন্তের বিদায়ে গানে নৃত্যে ছন্দে- প্রকৃতির রূপ রস উপভোগের মধ্য দিয়ে স্বদেশকে ভালোবাসার প্রত্যয়ে সমবেত হবেন সবাই। ’
 
বাংলাদেশ সময় : ০০২১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।