ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মডেল-অভিনেতা ইমাম লি আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
মডেল-অভিনেতা ইমাম লি আর নেই ইমাম লি

মডেল, অভিনেতা ও প্রবাসী সংস্কৃতিকর্মী ইমাম লি (হোসেন ইমাম) আর নেই (ইন্নালিল্লাহ…রাজিউন)। ১২ এপ্রিল কোরিয়ায় স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।

কয়েক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন ইমাম।

ইমাম হোসেন একাধারে গীতিকার, অভিনেতা ও মডেল ছিলেন। ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী এই তরুণ দুই মেয়ে ও এক ছেলের বাবা। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ ছবিতে অনবদ্য অভিনয় করে প্রসংসিত হন তিনি। এর আগে-পরে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে তাকে।

ইমাম লির মৃত্যুতে শোক জানিয়েছেন ফারুকী। ১২ এপ্রিল সকালে তিনি স্ট্যাটাসে লিখেছেন, “দিন শুরু হলো মনে খারাপ করা খবর দিয়ে । ‘টেলিভিশন’ ছবির অভিনেতা, আমার বন্ধু-ভাই ইমাম লি কাল রাতে ক্যান্সারের সাথে তার দীর্ঘ লড়াইয়ে হার মেনেছে। ভোর থেকে মাথায় সিনেমার মতো চলছে ইমাম লি…”

এশিয়ার ‘কান’ বলে খ্যাত বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ২০১২ সালে ইমাম লি একমাত্র অভিনেতা যার দুটি ছবি শেষ দিনে প্রদর্শিত হয়। এগুলো হলো মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ও আবু শাহেদ ইমনের শর্ট ফিল্ম ‘দ্য কন্টেইনার’।

১৯৯২ সালে এলআরবির অ্যালবামে ইমাম লির লেখা গান প্রকাশ হয়। ৯০ দশকে তার লেখা বিভিন্ন গান আলোচিত হয়। এর মধ্যে ওয়ারফেইজের ‘ভোরের ট্রেন’, ‘চাঁদনী রাতে’, চট্টগ্রামের শিল্পীদের গাওয়া ‘প্রেমা’ অন্যতম। চট্টগ্রামের স্পার্ক ব্যান্ডের অন্যতম জনপ্রিয় গান ‘সাগরের সৈকতে সেই দিন তুমি’ ইমামের লেখা। ‘একটি ছেলে দুঃখ পেলো’, মনসুর হাসানের সেলফ টাইটেল অ্যালবামের ‘নীল কাগজে লেখা’, ওসেন ব্যান্ডের ‘একা একা’ গানগুলোও তারই সৃষ্টি।

২০১০ সালে আইয়ুব বাচ্চুর সুরে মিশ্র অ্যালবাম ‘অনুভবে’ অ্যালবামের সব গানই লিখেছেন ইমাম লি ওরফে ইমাম হোসেন।

এ ছাড়া কিবরিয়া ফারুকীর করা মুসক (ভ্যাট) নিয়ে করা বিজ্ঞাপনচিত্রে মনা চরিত্রে ইমাম লি হাজির হন ভিন্নরূপে। জিপিএস ইস্পাত কোম্পানির নারিকেল আর ইস্পাতের মধ্যে পার্থক্য দেখানো ভিন্ন রকমের বিজ্ঞাপনচিত্র, বাংলালিংকের ডিজিটাল ঘটক, বাংলালিংক বস প্রভৃতি বিজ্ঞাপনচিত্রে ইমাম লি জনপ্রিয়তা পান।

৯৫ সালের একুশে গ্রন্থমেলায় ছোটগল্প সংকলন ‘ইথেন’ ছিলো ইমাম লির প্রথম প্রকাশনা। ১৯৯৮ সালে বৈশাখী পাবলিকেশন তার ‘রুপালি রাত্রি’ বইটি প্রকাশ করে।

২৪ বছর আগে মাত্র ১০০ ডলার নিয়ে নিজের ভাগ্য গড়তে কোরিয়ায় গিয়েছিলেন ইমাম লি। এরপর কোরিয়ায় প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ীদের কাতারে চলে যান তিনি। মেধার পরিচয় রাখেন দেশের সংস্কৃতি অঙ্গনে।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।