ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

খরাপীড়িতদের পাশে আমির ও অক্ষয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
খরাপীড়িতদের পাশে আমির ও অক্ষয় (বাঁ থেকে) আমির খান ও অক্ষয় কুমার

বলিউড অভিনেতা নানা পাটেকরের পর এবার খরাপীড়িত মহারাষ্ট্রের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সুপারস্টার আমির খান ও অক্ষয় কুমার। এর মধ্যে তাল ও কোরগাঁও গ্রামীণ জনপদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আমির।

আর অক্ষয় অনুদান দিয়েছেন ৫০ লাখ রুপি।  

অক্ষয়ের দেওয়া অর্থ জমা পড়েছে মহারাষ্ট্র সরকারের জলযুক্ত শিবার অভিযান কর্মসূচিতে। এর লক্ষ্য হলো পানি ফসল কৌশল ব্যবহার ও পুকুর নির্মাণ করে খরাপীড়িত গ্রামগুলোর উন্নয়ন ঘটানো। তীব্র পানি সংকটের সম্মুখীন হওয়ায় ২৭ হাজার ৭২৩টি গ্রামের প্রায় ৪৩ হাজার কৃষক ও গ্রামবাসীর অর্ধেকই পড়েছে দুর্ভোগে। কারণে কঠিন সময় পার করছে রাজ্যটি।  

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিসের হাতে চেক দিয়েছেন অক্ষয়। জলযুক্ত শিবার অভিযানে অবদান রাখায় তার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। এর আগে মহারাষ্ট্রে আত্মহত্যার পথ বেছে নেওয়া ১৮০ জন কৃষকের পরিবারকে ৯০ লাখ রুপি অনুদান দিয়েছিলেন।

এদিকে সত্যমেভ জয়তে ওয়াটার কাপ কর্মসূচির জন্য আমির হাত মিলিয়েছেন পানি ফাউন্ডেশনের সঙ্গে। এর লক্ষ্য জল সংরক্ষণ ও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। খরা মোকাবেলায় বিভিন্ন পথ নিয়ে আলোচনা করতে আওরঙ্গবাদের বিদে গিয়েছিলেন ৫১ বছর বয়সী এই অভিনেতা।  

‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানে ধর্ষণ, দুর্নীতি, স্বেচ্ছা হত্যাসহ নানান সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেছেন আমির। তিনি এখন ‘দঙ্গল’ ছবির কাজে ব্যস্ত। এর গল্প কুস্তিগীর মহাবীর ফোগাটের সত্যি জীবন নিয়ে।  

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।