কয়েক বছর ধরে ঈদ উপলক্ষে চিত্রনায়ক শাকিব খানের ২-৫টি ছবি মুক্তি পাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বাপ্পির নাম।
শনিবার (২০ আগস্ট) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে বাপ্পি বলেন, ‘এটা আমার জন্য অন্যরকম ঈদ হবে। একসঙ্গে তিনটি ছবি মুক্তি পাবে বলে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। আমার বিশ্বাস, তিন ধরনের তিনটি ছবিই দর্শককে আনন্দ দেবে। ’
বাপ্পি অভিনীত ‘আপন মানুষ’, ‘সুলতানা বিবিয়ানা’ ও ‘এক রাস্তা-ওয়ান ওয়ে’ ছবিগুলো ঈদুল আজহায় মুক্তি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এগুলোতে বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় তিন নায়িকা। তারা হলেন- পরীমনি, আঁচল ও ববি। তিনজনের সঙ্গেই এর আগে কাজ করেছেন বাপ্পি।
কোন ছবিটিকে এগিয়ে রাখবেন- এমন প্রশ্নের জবাবে বাপ্পি বলেন, ‘তিনটি তিন রকমের ছবি। একটার চেয়ে অন্যটা কম নয়। এগুলোতে তিন ধরনের চরিত্রে দর্শক আমাকে পাবেন। ’ তাই এদিকে তিনটি ছবি নিয়েই তিনি আশাবাদী।
বাপ্পি জানালেন, প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন ইফতেখার চৌধুরীর ‘এক রাস্তা-ওয়ান ওয়ে’তে। এটি তার কাছে নতুন অভিজ্ঞতা। ভক্তদের জন্যও এটি নতুন ব্যাপার হবে বলে তার বিশ্বাস।
শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’ ছবিটির গল্প এগিয়েছে এক মাকে ঘিরে। এতে প্রতিশোধ পরায়ন মা ভক্ত তরুণের ভূমিকায় রয়েছেন বাপ্পি। তার মতে, এটি ভিন্ন স্বাদ দেবে দর্শককে।
আর হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা’য় বাপ্পি থাকছেন প্রেমিকের চরিত্রে। এর গল্পে দেখা যাবে ফুলচাষ হয় এমন একটি অঞ্চলে নায়িকার বাবাকে খুন করেন নায়ক। জটিলতার শুরু তখন থেকেই। এর মধ্যেই প্রেম ও অন্য ঘটনাবলি উঠে আসে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সুলতানা বিবিয়ানা’র টিজারটি দর্শকদের কৌতূহলী করেছে।
বাপ্পি আরও বলেন, ‘দর্শক আবার সিনেমা হলে গিয়ে ছবি দেখতে শুরু করেছেন। এটা আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক ঘটনা। ঈদে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে সব ছবিই ভালো চলবে। আমার বিশ্বাস, দেশীর চলচ্চিত্রের স্বার্থে আগামী ঈদেও এই ধারা অব্যাহত থাকবে। ’
ঈদে বাপ্পি অভিনীত তিন ছবির পাশাপাশি শাকিব খানের দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। এগুলো হলো শামীম আহাম্মেদ রনির ‘বসগিরি’ ও রাজু চৌধুরীর ‘শুটার’। এ ঈদে ছবি মুক্তির সংখ্যায় বাপ্পি ছাড়িয়ে যাচ্ছেন শাকিবকে। মূল প্রতিযোগিতাটা হবে এ দু’জনের মধ্যেই। এক্ষেত্রে সংখ্যাটা অবশ্য মুখ্য নয়।
* বাপ্পির ‘সুলতানা বিবিয়ানা’ ছবির টিজার :
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
এসও/জেএইচ