ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ট্রলারে জাহিদ হাসান ও তিশার ভ্রাম্যমাণ বিউটি পার্লার!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
ট্রলারে জাহিদ হাসান ও তিশার ভ্রাম্যমাণ বিউটি পার্লার!

নারী ও পুরুষের সৌন্দর্য চর্চার জন্য ইদানীং বিভিন্ন অলিগলিতে চোখে পড়ে বিউটি পার্লার ও জেন্টস পার্লার। কিন্তু ভ্রাম্যমাণ পার্লার দেখেছেন কখনও? ‘বিউটি বোট’ নামের একটি ধারাবাহিক নাটকে দেখা যাবে, ট্রলারে গড়ে ওঠা তেমন দুটি পার্লার।

‘বিউটি বোট’ নামের সাইনবোর্ড লেখা ওই ট্রলারের ওপর বসে আছেন অভিনেতা জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা। ট্রলারের গায়ে বলিউড তারকাদের পোস্টার। তারাই পার্লারটির যৌথ মালিক। ট্রলারের ছাদে রাখা হয়েছে জেন্টস পার্লার, ভেতরে লেডিস পার্লার।

ট্রলারে পার্লার গড়ার পেছনে কারণ আছে। গল্পে তিশাকে দেখা যাবে রেনু চরিত্রে। মেয়েটি কাজ করে একটি পার্লারে। পার্লারের মালিকের সঙ্গে মনোমালিন্য হয় তার। এরপর সে ঠিক করে নিজেই একটি পার্লার দেবে। তবে মফস্বল ওই এলাকায় প্রভাব বিস্তার করে রেখেছে একটি পার্লার। তাই পেরে উঠবে না ভেবে নদীতে ভ্রাম্যমাণ বিউটি পার্লার দেওয়ার পরিকল্পনা করে সে।

জাহিদ হাসানকে দেখা যাবে রেনুর স্বামী মকবুল চরিত্রে। স্বামী-স্ত্রী মিলে ট্রলারে তৈরি করে জেন্টস ও লেডিস পার্লার। বিভিন্ন এলাকায় মাইকিং করার মাধ্যমে এই বিউটি বোট সার্ভিসের প্রচার চালায় তারা। একসময় তাদের ‘বিউটি বোট’ জনপ্রিয়তা পেয়ে যায়।

এ নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফজাল শরীফ। তাকে দেখা যাবে মেম্বারের চরিত্রে। ঘরে দুই বউ থাকা সত্ত্বেও তিনি তৃতীয় বিবাহের জন্য পছন্দ করেন এক কিশোরীকে। তাকেও দেখা যায় বিউটি বোটের জেন্টস পার্লারে সাজতে গেছেন।  

সাত পর্বের ধারাবাহিকটি লিখেছেন আবুল কালাম আজাদ, পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল। ঈদুল আজহায় এনটিভিতে প্রচার হবে সাত পর্বের ‘বিউটি বোট’।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।