রাখিবন্ধন উপলক্ষে নিজের বডিগার্ড জালালের হাতের কবজিতে রাখি পরিয়ে দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণে জালাল সপ্তাহে সাতদিন চব্বিশ ঘণ্টা খাটেন।
এসব খুব ভালো করেই জানেন দীপিকা। তার কাছে জালাল পরিবারের বাইরের কেউ নন। ‘বাজিরাও মাস্তানি’ তারকা মনে করেন, এই দেহরক্ষীই তার সত্যিকারের ভাই।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের মন্তব্য, যেখানে দীপিকা সেখানেই জালাল। ৩০ বছর বয়সী এই অভিনেত্রী মা-বাবার কাছ থেকে দূরে থাকলে তার নিরাপত্তায় সার্বক্ষণিক কাজ করেন লোকটি। তার সঙ্গে ছায়া হয়ে থাকেন জালাল। তাই তার হাতে রাখি পরানোর সিদ্ধান্ত নেন ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’র অভিনেত্রী।
রাখি পরিয়ে জালালের কাজের মূল্যায়ন করলেন দীপিকা। প্রায়ই কোনো সমস্যা হলে একটা না একটা সমাধান বের করেন ফেলেন তিনি। দুই বছর ধরে বলিউড ও হলিউডের এই অভিনেত্রীর দেহরক্ষীর দায়িত্ব আছে তার কাঁধে। অন্য নিরাপত্তা কর্মীরা তাকে ডাকেন ‘ওয়ান ম্যান আর্মি’।
বডিগার্ড হিসেবে জালালের আন্তরিকতা যে বুঝতে পারেন সেটা তাকে জানাতে রাখিবন্ধন উৎসবই যুতসই দিন বলে মনে করেছেন দীপিকা। অনেকদিন ধরে কাজ করায় তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তাই ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জলকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা’- কথাগুলো বলে জালালের হাতে রাখি পরিয়ে দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
বিএসকে/জেএইচ