২০১৬ সালে ৩০ বছরে পদার্পণ করছে দেশের বিকল্পধারার চলচ্চিত্র নির্মাতাদের জাতীয় সংগঠন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম । এ উপলক্ষে বছরব্যাপী নানান অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন প্রাঙ্গণে শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এখানে ছিলেন চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, মানজারে হাসীন মুরাদ, এন রাশেদ চৌধুরী, জাহিদুর রহিম অঞ্জন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে শ্বেত পায়রা উড়িয়ে। এরপর দ্বৈতকণ্ঠে রবীন্দ্রসংগীত ‘আলো আমার আলো’ ও নজরুলসংগীত ‘দাও শৌর্য দাও ধৈর্য’ পরিবেশন করেন ঊর্মি ও আনন্দ।
জাতীয় চিত্রশালা মিলনায়তনের তৃতীয় তলায় দুপুর ১২টায় শুরু হয়েছে স্মৃতিচারণের প্রথম পর্ব। দুপুর আড়াইটায় রয়েছে দ্বিতীয় ভাগ। বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ‘স্বাধীন ধারার চলচ্চিত্রের তিন দশক: সাফল্য ও ব্যর্থতা’ শীর্ষক প্যানেল আলোচনা।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ২৬,২০১৬
টিএস/জেএইচ