ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কলকাতার সৃষ্টির চোখের ‘মুসাফির’ ঢাকায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
কলকাতার সৃষ্টির চোখের ‘মুসাফির’ ঢাকায়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম প্রয়াণ দিবস উপলক্ষে কলকাতার সৃষ্টির চোখ ঢাকায় পরিবেশন করবে তাদের নৃত্যনাট্য ‘মুসাফির’। ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় এটি উপভোগ করা যাবে।

বিদ্রোহী কবির ৪০তম প্রয়াণ দিবস উপলক্ষে এখানে নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকালে থাকছে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পন। সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিত ঘোষ। স্বাগত বক্তব্য প্রদান করবেন শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দিন।

সাংস্কৃতিক পর্বে সমবেত নৃত্য পরিবেশন করবে ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস। সুজিত মোস্তফার পরিচালনায় ‘দাও শৌর্য দাও ধৈর্য’ ও ‘জাগো অমৃত পিয়াসী’ গান দুটি পরিবেশন করবে নজরুল সংগীত শিল্পী পরিষদ। সমবেত কণ্ঠে ‘জয় হোক জয় হোক’ ও ‘বন নাহি ভয় নাহি ভয়’ গেয়ে শোনাবে বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা।

একক কণ্ঠে গাইবেন ইয়াসমীন মুশতারী (হে প্রিয় আমারে দিব না ভুলিতে), সুজিত মোস্তফা (আমি চির তরে দূরে চলে যাবো), প্রিয়াংকা গোপ ও খায়রুল আনাম শাকিল (সে চলে গেছে, পিয়া গেছে কবে পরদেশে)। আবৃত্তি ‘কৈফিয়ত’ পরিবেশন করবেন ডালিয়া আহমেদ আর ‘মানুষ’ পরিবেশন করবে মাহিদুল ইসলাম। সবশেষে থাকবে সৃষ্টির চোখের নৃত্যনাট্য ‘মুসাফির’।

বাংলাদেশ সময় : ০১১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।