‘সার্কাস সার্কাস’ প্রাচ্যনাটের প্রথম মূলধারার নাট্য প্রযোজনা। একঝাঁক তরুণের এক সাহসী পদক্ষেপ এই নাটক।
প্রাচ্যনাটের জনপ্রিয় নাটকটি এক বছর পর আবার দেখা যাবে ঢাকার মঞ্চে। দলটি জানায়, আগামী ২৮ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে থাকছে এর প্রদর্শনী। ‘সার্কাস সার্কাস’ লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন অজাদ আবুল কালাম।
নাটকের গল্পে দেখা যায়- ‘দ্য গ্রেট বেঙ্গল সার্কাস’ দলটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সমস্যা আরও ঘনীভূত হয় যখন মৌলবাদের কালো থাবা এসে পড়ে দলের ওপর। স্থানীয় ধর্মীয় প্রভাবশালী নেতারা সার্কাস শো বন্ধ করার জন্য হুমকি দেয়। এসব ঘিরে দলের ভেতরেও কলহ বেড়ে যায়। এক সময় ধর্মান্ধ মৌলবাদীরা ‘দ্য গ্রেট বেঙ্গল সার্কাস’-এ আগুন ধরিয়ে দেয়। লাশ পড়ে তিন খেলোয়াড়ের, ভস্মীভূত হয় সার্কাসের সব পশু।
বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
এসও/জেএইচ