ঢাকা শহরে আছে বিচিত্র রকমের মানুষ, আছে নানান পেশা। রাস্তায় গান শুনিয়ে পণ্য বিক্রি করা, রাস্তায় যাদু দেখিয়ে আয় করা, পাখি ও মানুষ দিয়ে ভাগ্য গণনা, সোহরাওয়ারর্দী উদ্যানে রাতভর আড্ডা ও গানের আসর, অভিনব ভিক্ষাবৃত্তি- ঢাকায় এমন অনেক কিছুই দেখা যায়।
এসব নিয়ে তৈরি হলো স্ট্রিট শো ‘যাদুর শহর’। এটি উপস্থাপনা করেছেন ‘মীরাক্কেল’খ্যাত আবু হেনা রনি। তিনি জানান, এ আয়োজনে সাইক্লিং, মোটরসাইকেল রেস আর স্ট্রিট ড্যান্সও থাকবে।
ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠানটির চিত্রায়ন হয়ে গেছে। এটি প্রযোজনা করেছেন এস আলি সোহেল। বৈশাখী টেলিভিশনে আসন্ন ঈদুল আজহার চতুর্থ দিন বিকাল ৩টা ১০ মিনিটে প্রচার হবে ‘যাদুর শহর’।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
জেএইচ