‘আজ রক্ত নালী শুকিয়ে গেছে, রক্তশূন্য দেশ/কেউবা কাঁদে সেই জ্বালায়, কেউবা আছে বেশ’- নদী নিয়ে এমন কথার একটি গান গেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জয় চৌধুরী।
এ গানের মিউজিক ভিডিওর দৃশ্যায়ন হয়েছে রংপুরের তিস্তা নদীর বুকে।
গানটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে সমাদৃত হয়েছে।
শিক্ষক তুহিন ওয়াদুদ ফেসবুকে লিখেছেন, ‘গানটি গেয়েছে, লিখেছে, সুর করেছে আর ভিডিও নির্দেশনা দিয়েছে সঞ্জয় চৌধুরী। সব অংশেই তার প্রজ্ঞা আর মেধার ছাপ রয়েছে। ও অনেক বড় শিল্পী হোক। ’
* ‘রক্তশূন্য দেশ’ গানের ভিডিও :
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জেএইচ