দু’জন দু’ ধরনের গান করেন। তপু জনপ্রিয়তা পেয়েছেন আধুনিক ও ব্যান্ডের গানে, সাগর বাউল লোক গানে।
১০ বছর আগে বের হয়েছিলো তপুর যাত্রী ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ডাক’। দীর্ঘ বিরতির পর দ্বিতীয় অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন। আগের অ্যালবামের শিরোনাম গানটি থাকবে দ্বিতীয়টিতেও। ‘কে ডাকে’ গানটিই নতুন সংগীতায়োজনে গেয়েছেন তপু ও সাগর বাউল।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে তপু বলেন, ‘এই গানটি অনেকেরই পছন্দের। সাগর বাউল তার নিজস্ব ঢংয়ে আমার সঙ্গে গেয়েছেন। সব মিলিয়ে একটি উপভোগ্য পরিবেশনা পাবেন দর্শক-শ্রোতা। ’
তপুর লেখা ও সুরে ‘কে ডাকে’ গানটির ভিডিও তৈরি করেছেন নাজমুস সাহাদাত নাজিম। এটি বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি জি সিরিজের ইউটিউব চ্যানেল ও তপুর ফ্যানপেজে উন্মুক্ত করা হবে।
যাত্রী ব্যান্ডের দ্বিতীয় অ্যালবামটির নাম রাখা হচ্ছে ‘যাত্রী’। এরই মধ্যে শুরু হবে গান রেকর্ডিং। কয়েক মাসের মধ্যে অ্যালবামটি বাজারে ছাড়া হবে।
‘কে ডাকে’র ভিডিও ছাড়াও ঈদ আয়োজনে থাকছে তপুর আরেকটি গান। ‘এক পায়ে নূপুর’ গানটিও নতুন সংগীতায়োজনে গেয়েছেন তিনি। গানবাংলার ‘উইন্ড অব চেঞ্জ’-এ থাকছে তার সেই পরিবেশনা।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এসও