বরেণ্য সুরকার, সংগীত পরিচালক, কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দ এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার সাহায্যার্থে প্রথমবার মিউজিক ভিডিও নির্মাণ করছেন ‘চোরাবালি’ ও ‘আইসক্রিম’ ছবির পরিচালক রেদওয়ান রনি।
লাকী আখান্দের সুর করা ও গাওয়া তিনটি গানের ভিডিও তৈরি হচ্ছে। এগুলো হলো ‘আগে যদি জানতাম’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘আবার এলো যে সন্ধ্যা’।
এ প্রসঙ্গে রেদওয়ান রনি বুধবার (৩১ আগস্ট) বাংলানিউজকে বললেন, ‘জীবনে প্রথম মিউজিক ভিডিও নির্মাণ করছি লাকী ভাইয়ের জন্য, তার চিকিৎসায় সহযোগিতার উদ্দেশে। তিনটি গানের ভিডিও গল্প লাকী ভাইকে শুনিয়েছি। তিনি খুশি হয়ে আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিলেন। আমি মনে করি, এই আর্শীবাদ আমার নির্মাতা জীবনের অন্যতম বড় পাওয়া। ’
গানগুলো নতুন সংগীতায়োজনে গেয়েছেন লিমন। ভিডিও তিনটিতে মডেল হচ্ছেন ‘বিপ্রতীপ’খ্যাত অগ্নিলা, ‘আইসক্রিম’ ছবির জুটি নাজিফা তুষি ও রাজ, সৌমিক, নবাগত আজাদ ও একঝাঁক নতুন মুখ। এগুলো তৈরি হচ্ছে প্রাণের প্রযোজনায়। ভিডিওগুলো প্রকাশিত হবে অনলাইনে।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
জেএইচ