‘তুমি যদি বলো ভোরের বেলা কাক/শব্দ করা একলা স্টিমার, ফেরিওয়ালার হাঁক/লাঠি হাতে ডাকাত সর্দার/রাতজাগা হাইওয়ের ঘুমিয়ে পড়া কোনো এক ড্রাইভার/এই শহর আমার এই মানুষ আমার…’- চেনা ছন্দে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব। এই কথাগুলোই নিজের সুরে গেয়েছেন তিনি।
অর্ণব বলেন, “আয়নাবাজি’ টিমের সঙ্গে কাজ করার অনুভূতি অসাধারণ। আমি বিশ্বাস করি, তারা সঙ্গে থাকায় গানটিকে অন্য এক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আমার মতে, এই গানটি হচ্ছে আশা ও হতাশার গান, অনেক আবেগ ও চিন্তা-চেতনায় মোড়ানো। ”
‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজা বলেন, ‘স্থানীয়ভাবে তৈরি বিশ্বমানের একটি গান দেয়ার চেষ্টা করেছি। আমরা আশা করি শ্রোতাদের মাঝে গানটি খুবই ভালো গ্রহণযোগ্যতা পাবে। ’
‘এই শহর আমার এই মানুষ আমার’ শিরোনামে গানটি লিখেছেন ছবিটির নির্মাতা অমিতাভ রেজা। ‘আয়নাবাজি’তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলাসহ আরও অনেকে। অচিরেই মুক্তি পাবে অমিতাভ রেজার প্রথম ছবিটি।
* ‘এই শহর আমার এই মানুষ আমার’ গানের ভিডিও:
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এসও