গানের সঙ্গে অনেকটা সময় ধরে আছেন, এবার একসঙ্গে অভিনয় করলেন ডলি সায়ন্তনী ও শুভ্র দেব। ‘শ্রাবণ এসেছিলো গান নিয়ে’ নামের একটি নাটকে দেখা যাবে তাদেরকে।
গত ২৯ আগস্ট থেকে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। ইতিমধ্যে এর চিত্রায়নে অংশ নিয়েছেন শুভ্র ও ডলি। উত্তরার বিভিন্ন পার্ক, রাস্তা ও একটি শুটিং হাউজে এর কাজ হয়েছে।
অভিনয়ে আসা প্রসঙ্গে ডলি বাংলানিউজকে বললেন, “কিছুদিন আগেও ভাবিনি অভিনয় করবো। আমার ‘কালিয়া’ অ্যালবাম বের হওয়ার পরই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। এরপর বিভিন্ন সময় বিজ্ঞাপনের মডেল হওয়ারও প্রস্তাব এসেছিলো। আমার ইচ্ছে থাকলে অনেক আগেই অভিনয় পারতাম। কিছুদিন আগে এনটিভির ঈদের একটি সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছি শুভ্রদার সঙ্গে। পরদিন তিনি আমাকে ফোন করে নাটকটিতে অভিনয়ের প্রস্তাব দেন। ’
শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়ে ডলি সায়ন্তনী বললেন, ‘প্রথম দিন আমার ও শুভ্রদার কয়েকটি প্রেমের দৃশ্য ছিলো। এর মধ্যে প্রথম দৃশ্যের কাজ হয়েছে উত্তরার একটি পার্কে। আমি ও শুভ্রদা রাস্তায় হাঁটছি। গল্প করছি। মাঝে মধ্যে তার শার্ট ঠিক করে দিচ্ছি। চুল বুলিয়ে দিচ্ছি। এরকম খুনসুটি করতে গিয়ে পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। অনেকবার হেসে দেওয়ায় শট এনজি হয়েছে। প্রথম শটটি পাঁচবার টেক নেওয়ার পর ঠিক হলো। ’
‘শ্রাবণ এসছিলো গান নিয়ে’র কাহিনিতে রয়েছে ত্রিভুজ প্রেম। ডলি সায়ন্তনীর প্রেমিক শুভ্র দেব। তার চরিত্রটি একজন সংগীতশিল্পীর। কিন্তু পারিবারিক জটিলতার কারণে তার বিয়ে হয় বন্ধুর সঙ্গে। ডলির আগের ভালোবাসার কথা জানা পরও স্বামী তাকে ভালোবাসেন। কিন্তু ডলি ভালোবাসেন শুভ্রকে।
এ নাটকে শুভ্র ও ডলি-সহ গানের মোট পাঁচজন শিল্পী অভিনয় করবেন বলে জানান পরিচালক আরিফ খান। এর মধ্যে মেহরাবের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ ছাড়া পড়শীর সঙ্গে কথা চলছে। সব ঠিক থাকলে পড়শীকে দেখা যাবে ডলির ছোট বোনের চরিত্রে। আর পড়শীর বিপরীতে থাকবেন মেহরাব। তাদের সঙ্গে আরও একজন সংগীতশিল্পী থাকবেন।
নাটকটিতে আবহসংগীত হিসেবে বাজবে এই পাঁচ শিল্পীর গাওয়া গান। ডলি সায়ন্তনীর ‘একলা হবো’ অ্যালবামের শিরোনাম-গানটি নাটকে যুক্ত হবে। এর পরবর্তী কাজ হবে আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এটি লিখেছেন ফারিয়া হোসেন। ঈদুল আজহায় এনটিভির পর্দায় প্রচার হবে ‘শ্রাবণ এসেছিলো গান নিয়ে’।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
জেএমএস/জেএইচ