পরনে শাড়ি, চোখে কাজল, কপালে টিপ, পরিপাটি করে চুল আঁচড়ানো, শাড়ির আঁচল দিয়ে আবার মুখও ঢাকা- প্রথম দেখায় তাকে নারী বলেই ঠাহর হবে। কিন্তু ইনি আসলে একজন পুরুষ।
অন্তু করিমকে বিয়ে দেওয়ার জন্য বাড়ি বাড়ি ঘুরে মেয়ে দেখে জোভান ও অন্য বন্ধুরা। এক পর্যায়ে একজন মেয়ে বন্ধুর দরকার পড়ে। কারণে এমন একটি বাড়িতে বউ দেখতে যেতে হবে যেখানে পুরুষের প্রবেশ নিষেধ। এ অবস্থায় বন্ধুর বিয়ের প্রশ্নে জোভানকেই নিতে হলো নারীর ছদ্মবেশ।
ইফতেখার আদনানের পরিচালনায় ‘বিবাহ বিভ্রাট’ নাটকে এমন চরিত্রে পাওয়া যাবে অভিনেতা জোভানকে। অন্তু করিম, জোভানের পাশাপাশি এতে আরও আছেন নাদিয়া খানম নদী।
নাটকটি ঈদুল আজহায় প্রচার হবে দীপ্ত টিভিতে।
বুধবার (৩১ আগস্ট) নারী চরিত্রে অভিনয় প্রসঙ্গে জোভান বাংলানিউজকে বলেন, ‘এটি হাসির নাটক। একটি দৃশ্যের জন্য আমাকে মেয়ে সাজতে হয়েছে। আগে ভাবতাম মেয়েদের তৈরি হতে সময় লাগে কেন! আজ টের পেলাম। ’
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
টিএস/এসও