এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এখন টিভি নাটকের নিয়মিত মুখ। কয়েক বছর ধরে ছোটপর্দায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
ঈদের সাত পর্বের এই ধারাবাহিক নাটকের নাম ‘সবিনয় নিবেদন’। এটি রচনা ও পরিচালনা করেছেন সাঈফ চন্দন। এর মূল কাহিনি শিক্ষিত এক তরুণের (আমিন খান) বেকারত্ব ঘিরে। সে বিভিন্ন অফিসে ইন্টারভিউ দিতে দিতে ক্লান্ত, এরপরও মেলেনি চাকরি। চাকরির দরখাস্ত লিখতে লিখতে এটি তার অভ্যাসে পরিনত হয়ে গেলো। তাই সে ব্যক্তিগত কাজেও দরখাস্তের ব্যবহার শুরু করলো।
এদিকে তার মনে একটাই প্রশান্তি- সে ঘুমের মধ্যে প্রতিদিনই একটি মেয়েকে দেখে। আজমেরী আশা হলো তার স্বপ্নকন্যা। হঠাৎ একদিন সেই স্বপ্নকন্যার সঙ্গে তার দেখা হয়ে যায়। ঘটতে থাকে মজার সব ঘটনা।
‘সবিনয় নিবেদন’ নাটক প্রসঙ্গে পরিচালক সাঈফ চন্দন বাংলানিউজকে বললেন, ‘কয়েক বছর পর নাটক নিয়ে কাজ করছি। বেশ নতুনত্বতার সঙ্গে একটি পারিবারিক ও রোমান্টিক কমেডি ঘরানার নাটকটি এই ঈদে দর্শকদের উপহার দিচ্ছি। আমিন খানের মতো একজন গুনী অভিনেতা এই নাটকে কাজ করছেন। অভিনয়ের প্রতি তার দায়িত্ববোধ দেখে আমরা মুগ্ধ। ’ ২৯ আগস্ট থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে ‘সবিনয় নিবেদন’ নাটকের শুটিং চলছে। নাটকটিতে আরও অভিনয় করেছেন তানভীর, সাব্বির হোসেন, মেহরিন ইসলাম নিশা প্রমুখ। সাত পর্বের নাটকটি এশিয়ান টিভিতে ঈদের দিন থেকে প্রচার শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
জেএমএস/এসও