ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চার শিল্পীর ‘আঁকিবুকি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
চার শিল্পীর ‘আঁকিবুকি’ (বাঁ থেকে) শফিক তুহিন, ন্যানসি, ইমরান ও কনা

কনা, ন্যানসি, ইমরান ও শফিক তুহিন- সংগীতে এ সময়ের আলোচিত চার নাম। এই শিল্পীরা একত্র হয়েছেন একই অ্যালবামে।

ঈদে ‘আঁকিবুকি’ অ্যালবামে শোনা যাবে তাদের কণ্ঠ।

আটটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। সবকটির সুরকার শফিক তুহিন জানান, বরাবরের মতো কাব্যকথাকে প্রাধান্য দিয়েছেন তিনি। অ্যালবামের নাম ‘আঁকিবুকি’ নির্বাচন করেছেন সেই দৃষ্টিকোণ থেকে।

‘আঁকিবুকি’র ‘হৃদমাঝারে’ গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ন্যানসি ও শফিক তুহিন। অন্য গানগুলো হলো ‘মনে হয়’, ‘চন্দ্র হতে চায় না’, ‘আসলে কতোটা আমার’, ‘একজনই’, ‘পলক না পড়ে’ প্রভৃতি। গানগুলো লিখেছেন কবির বকুল, শফিক তুহিন, সোমেশ্বর অলি, আবু সায়েম চৌধুরী ও শুভ্রা নীলাঞ্জনা। এগুলোর সংগীতায়োজন করেছেন জেকে, রাফি ও রেজওয়ান শেখ।  

শফিক তুহিন আরও জানান, লাইভ টেকনোলজির ব্যানারে ‘আঁকিবুকি’ ঈদে পাওয়া যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে। এর তিনটি গানের ভিডিও তৈরি হয়েছে। অচিরেই ইউটিউবে উন্মুক্ত করা হবে এগুলো।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।