তাহসান-কনার ‘ছিপনৌকো’, মিনার রহমানের ‘ঝুম’, ইমরানের ‘নিশিরাতে’, মিলন মাহমুদের ‘পারবো না’, ইমরান-পড়শীর ‘জয় হবেই হবে’, হৃদয় খানের ‘ভালোবাসি তোমায়’সহ টানা ১৬টি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আশফাক রানা। এগুলোর জনপ্রিয়তার সুবাদে সিলেটের এই তরুণ এখন আলোচনায়।
সাফল্যের সাগরে ভেসে ভেসে হঠাৎ আশফাক জানালেন, তিনি আর মিউজিক ভিডিওতে কাজ করবেন না! তার এই সিদ্ধান্ত রীতিমতো হতবাক করার মতোই। বাংলানিউজের সঙ্গে আলাপে তিনি এর অন্তরালের কারণ জানালেন। সেটা জানার আগে তার শৈশবে ঘুরে আসা যাক।
ছোটবেলা থেকে আশফাক রানা স্বপ্ন দেখতেন বড় হয়ে ক্রিকেটার হবেন। স্কুলের ক্যাপ্টেনও ছিলেন তিনি। কলেজে ওঠার পর থেকে ক্রিকেটার হওয়ার চেয়ে বিনোদন অঙ্গনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বাসা বাঁধে তার চোখে।
২০১২ সালে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মডেল হিসেবে পথচলা শুরু করেন আশফাক। এরপর প্রাণ ঝালমুড়ি এবং আরএফএল টুলসহ কয়েকটি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। ফেসবুকে বিজ্ঞাপন এজেন্সির একজনের সঙ্গে পরিচয় হয় তার। একদিন তিনি প্রাণ ঝালমুড়ির বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব দেন তাকে। সেটি নিয়ে কথাবার্তা এগোতেই জানানো হয় আগে গ্রামীণফোনের বিজ্ঞাপন করতে হবে। কোনো অডিশন ছাড়াই সরাসরি গ্রামীণফোনের বিজ্ঞাপনে মডেল হন তিনি।
পরীক্ষার কারণে মাঝে দুই বছর আর কাজ করা হয়নি। ২০১৪ সালে বাপ্পী ও নিশির ‘চাই শুধু তোমাকে’ গানের মিউজিক ভিডিওর মডেল হন আশফাক রানা। তিনি বলেন, ‘কখনও ভাবিনি মিউজিক ভিডিওতে কাজ করবো। কারণ গানের ভিডিও তেমন দেখতামই না বলা যায়। প্রথম মিউজিক ভিডিওর প্রস্তাব পাওয়ার পর ঘাবড়ে গিয়েছিলাম! ভাবছিলাম কেমন যেন হবে, কেউ হয়তো দেখবে না। শুটিংয়ের প্রথম দিন আমাকে বোঝানো হলো কীভাবে হেঁটে যেতে হবে, তাকাতে হবে ইত্যাদি। তখন বিষয়গুলো নিয়ে ভাবতে থাকলাম। যতোটা সম্ভব বাস্তবিকভাবে অভিনয় করলাম। গত বছর ভিডিওটি বের হওয়ার পর সবার প্রশংসা পেয়েছি। এরপর থেকেই একের পর এক ভিডিওর কাজ এসেছে আমার দুয়ারে। ’
কণ্ঠশিল্পী পড়শীর ‘জয় হবেই হবে’ গানটির মাধ্যমে জনপ্রিয়তা পেয়ে যান আশফাক। তিনি বললেন, ‘এর নির্মাতা চন্দন রয় চৌধুরীর সহকারী আমাকে মোবাইলে কাজটি করার প্রস্তাব দেন। প্রথমে না বলেছিলাম। তাদের অনুরোধে রাজি হলাম পরে। আমার সুবিধার্থে সিলেটেই কাজটি শুরু হয়। বালুময় পথে পতাকা হাতে দৌড়ানোর পাশাপাশি প্রথম দিন নৌকাও বাইতে হয়েছিলো। প্রথমে ভেবেছিলাম কাজটি বোধহয় ভালো হবে না। কিন্তু সম্পাদনার পর দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভিডিওটি দর্শকপ্রিয়তাও পেলো। এরপর চন্দনদার সঙ্গে আরও কয়েকটি ভিডিওতে কাজ করেছি। ’
আশফাক রানার প্রায় সবগুলো মিউজিক ভিডিওতেই তাকে পাওয়া গেছে রোম্যান্টিক নায়ক হিসেবে। বাস্তব জীবনেও তিনি এমনই। এজন্যই চরিত্রগুলো সাজিয়ে নিতে তেমন কষ্ট হয়নি। তবে ছোটবেলায় অনেক দুষ্টু ছিলেন আশফাক। সেইসঙ্গে জেদটাও ছিলো। বললেন, ‘যখন যা চাইতাম না পেলেই রাগ হয়ে যেতো। এছাড়া মা-বাবার কোনো শাসনও মানতে নারাজ ছিলাম আমি। ’
এতো মিউজিক ভিডিওর মডেল হয়েছেন আশফাক, তার নিজের কাছে সবচেয়ে প্রিয় কোনটি? “ঝুম মিউজিক ভিডিওটি আমার সবচেয়ে প্রিয় কাজ। আমার ইচ্ছে ছিলো তানিম রহমান অংশুর সঙ্গে কাজ করবো। তাই এই প্রস্তাবটি পাওয়ার পর অনেক খুশি হয়েছিলাম। এরপর বালাম ও জুলির ‘কতো যে খুঁজি তোমায়’ গানের ভিডিওতে নেন অংশু ভাই। এ ছাড়া তাহসান ভাইয়ের ‘ছিপনৌকো’, ইমরানের ‘নিশিরাতে’ ভিডিও দুটিও খুব পছন্দ আমার। ”
মডেল হিসেবে পাওয়া জনপ্রিয়তাকে পুঁজি করে আশফাক ছোটপর্দায় অভিনয় নিয়ে কিছু ভাবছেন? তার কথায়, ‘প্রস্তাব পেলেও ছোটপর্দায় কাজ করার সময় হয়ে ওঠেনি। অবশ্যই টিভি নাটকে নিয়মিত হতে চাই। ইতিমধ্যে আসাদুজ্জামানের পরিচালনায় ‘কমপ্লিকেটেড’ নামের একটি টেলিছবিতে কাজ করেছি। এতে সহশিল্পী হিসেবে পেয়েছি চিত্রনায়ক নিরব, ঈশানা ও শাহতাজকে। এটি এখনও প্রচার হয়নি। ’
আশফাক রানা বিশ্বাস করেন, পরিশ্রম করলে আর ভাগ্য সহায় হলে সাফল্য ধরা দেয়। তার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। তিনি বললেন, ‘শুটিংয়ে কখনও দেরি করে যাইনি। এখনও সিলেট থেকে ঢাকায় আসা-যাওয়া করি। অনেক পরিশ্রম করেছি। ভাগ্য সবসময় আমার অনুকূলে থাকে বলেই হয়তো এতো অল্প সময়ে বেশ সুনাম কুড়িয়েছি। তবে একনাগারে বেশি কাজ করলে দর্শক চাহিদা ধরে রাখা যায় না। এজন্যই হয়তো আর মিউজিক ভিডিওতে কাজ করবো না। ’
মিউজিক ভিডিওতে কাজ ছাড়বেন বলে ঘোষণা দেওয়ার পর থেকেই ফেসবুকে ভক্তদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন আশফাক। অনেকের চোখে জলও নাকি দেখেছেন তিনি। ক্যারিয়ারের এই সুযোগ্য সময়ে এমন সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে তার উত্তর, ‘চাইলে আরও কাজ করতে পারতাম। অনেক প্রস্তাব যেমন পেয়েছি, তারও বেশি ফিরিয়ে দিয়েছি। খানিক জনপ্রিয়তা অর্জনের পরপরই কাজের সংখ্যা কমিয়ে ভালো কাজগুলো করেছি। বরাবরই গল্পনির্ভর ভিডিওতে কাজ করেছি। কিন্তু গত দুই বছরে মিউজিক ভিডিওতে টানা কাজ করে হাঁপিয়ে উঠেছি। আমার মনে হচ্ছে, এভাবে একনাগাড়ে প্রতিটি ভিডিওতে আমাকে দেখতে দর্শকদেরও ভালো লাগবে না। তাই আপাতত আর কাজ করবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। ’
ঈদের পরপরই মোবাইল প্রতিষ্ঠান রবির একটি বিজ্ঞাপনে মডেল হবেন আশফাক। বিজ্ঞাপনেই নিয়মিত হতে চান তিনি। পাশাপাশি ছোটপর্দায়, সুযোগ পেলে বড়পর্দায়ও কাজ করবেন জানিয়ে বললেন, ‘আমার আশা, জাজ মাল্টিমিডিয়ার হয়ে কাজ করা। তাদের ছবিগুলোতে নতুনত্ব থাকে। ’
এদিকে সাড়ে তিন মাস আগে সিলেটের আলমাস হোটেলের ম্যানেজার পদে যোগ দিয়েছেন আশফাক। পাশাপাশি তিনি ব্যস্ত পারিবারিক ব্যবসা নিয়েও। ব্যস্ততার মধ্যেই তার চোখে স্বপ্নরা খেলা করে বহুদূর যাওয়ার। চাকরি করার পেছনে কোনো কারণ আছে কি-না জানতে চাইলে আশফাক বললেন, ‘শুধুমাত্র নিজের দায়িত্ববোধ থেকেই চাকরিটি করছি। আমাদের পারিবারিক ব্যবসা থাকা স্বত্ত্বেও আমি নিজেকে একটি নিয়মের মধ্যে রাখতেই চাকরিতে যোগ দিয়েছি। ’
* ইমরানের ‘নিশিরাতে’ গানের ভিডিও :
* মিনার রহমানের ‘ঝুম’ গানের ভিডিও :
* ইমরান-পড়শীর ‘জয় হবেই হবে’ গানের ভিডিও :
* বালাম-জুলির ‘কত যে খুঁজেছি তোমায়’ গানের ভিডিও :
* হৃদয় খানের ‘ভালোবাসি তোমায়’ গানের ভিডিও :
* বাপ্পী ও নিশির ‘চাই শুধু তোমাকে’ গানের মিউজিক ভিডিও :
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
জেএমএস/জেএইচ