ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তানভীর মোকাম্মেলের উপন্যাস কলকাতায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
তানভীর মোকাম্মেলের উপন্যাস কলকাতায় ‘কীর্তিনাশা’র প্রচ্ছদ

১ সেপ্টেম্বর থেকে ভারতের কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের বইমলো। দেশের অনেক লেখকের বই স্থান পেয়েছে সেখানে।

এর মধ্যে আছে গুণী চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের উপন্যাস ‘কীর্তিনাশা’।

৭ সেপ্টেম্বর মেলায় হবে ‘কীর্তিনাশা’র প্রকাশনা উৎসব। প্রধান অতিথি থাকবেন জনপ্রিয় ঔপন্যাসিক দেবেশ রায়। বইটির ওপর আলোচনা করবেন লেখিকা সুনন্দা সিকদার, লেখক অমর মিত্র, অরুণ বোস ও শরীফ আতিকুজ্জামান। অনুষ্ঠানে হাজির থাকবেন তানভীর মোকাম্মেল।

লেখক জানান, ‘কীর্তিনাশা’য় তুলে ধরা হয়েছে সাতচল্লিশের দেশভাগের প্রেক্ষাপটে বিক্রমপুর অঞ্চল ও পদ্মা নদীর ভাঙনের গল্প। এটি তানভীর মোকাম্মেলের দ্বিতীয় উপন্যাস।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬

এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।