ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইনস্টাগ্রামে ডেস্টিনি’স চাইল্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ইনস্টাগ্রামে ডেস্টিনি’স চাইল্ড

সংগীতশিল্পী বিয়ন্সে নোলস, কেলি রাউল্যান্ড ও মিশেল উইলিয়ামস তাদের ব্যান্ড ডেস্টিনি’স চাইল্ডের নামে ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্ট খুলেছেন। গত সপ্তাহ থেকে এটি চালাচ্ছে ও নিয়ন্ত্রণ করছে সনি মিউজিক এন্টারটেইনমেন্ট।

 

তিন গায়িকার সম্মিলিত তিনটি ছবি পোস্ট করা হয়েছে এ অ্যাকাউন্টে। এরই মধ্যে ডেস্টিনি’স চাইল্ডের সাড়ে ১৮ হাজার ফলোয়ার হয়ে গেছে। ২০০৫ সালে ব্যান্ডটির পঞ্চম সিঙ্গেল হিসেবে ‘গার্ল’ অভাবনীয় সাফল্য পায়। তাদের বিখ্যাত গানের তালিকায় আরও আছে ‘সোলজার’, ‘স্ট্যান্ড আপ ফর লাভ’, ‘ফিল দ্য সেম ওয়ে আই ডু’ এবং বিয়ন্সের ‘চেক অন ইট’।

২০০৬ সালে ডেস্টিনি’স চাইল্ডের সদস্যরা আলাদা হয়ে একক ক্যারিয়ার গড়েন। আলাদা হয়ে গেলেও বিয়ন্সে, কেলি ও মিশেল একে অপরের পাশে থাকেন ও সমর্থন জানান। আগামী বছর ব্যান্ডের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা একত্র হবেন বলে জল্পনা চলছে। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার ফলে তা আরও জোরেশোরে উচ্চারিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।