ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ফারহান আখতারকে দেখে নেওয়ার হুমকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ফারহান আখতারকে দেখে নেওয়ার হুমকি ফারহান আখতার

ভারতের রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) দাবি পূরণের পর অবশেষে গত ২৮ অক্টোবর মুক্তি পেয়েছে করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। তাদের দাবি, কোনো নির্মাতা তাদের ছবিতে পাকিস্তানি শিল্পীকে নিয়ে কাজ করলে জাতীয় প্রতিরক্ষা তহবিলে পাঁচ কোটি রুপি দিতে হবে।

তাদের দাবি মেনেই নিজের ছবি আরামে দেখাতে পারছেন করণ জোহর। কারণ উরি হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তানের মধ্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। ফলে পাকিস্তানি শিল্পীদের নিয়ে নির্মিত মুক্তি প্রতীক্ষিত ছবির নির্মাতারাও বিতর্ক থেকে রেহাই পাচ্ছেন না।

তবে এমএনএস-এর দাবি মানতে রাজি নন ফারহান আখতার। শাহরুখ খানের ‘রায়ীস’ ছবির অন্যতম প্রযোজক তিনি। এতে আছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। তবুও ভারতীয় সেনাদের কল্যাণে পাঁচ কোটি রুপি না দেওয়ার সিদ্ধান্তে অনড় তিনি।

এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে জানতে চাইলে ফারহান বলেন, ‘রায়ীস মুক্তি দিতে সেনাবাহিনীকে পাঁচ কোটি রুপি দেওয়ার প্রশ্নই আসে না। কারণ তারাই এটা নিতে অস্বীকৃতি জানিয়েছে। ’

চলচ্চিত্র শিল্পী-কলাকুশলীদেরকে পর্যাপ্ত নিরাপত্তা না দেওয়ায় রাজ্য সরকারের সমালোচনা করেন ফারহান। তিনি বলেছেন, ‘আমরা আইন মেনে আয়কর দেই। রাজ্যের উচিত আমাদের খেয়াল রাখা। ’

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিকে ঘিরে সৃষ্ট বিতর্ককে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন ফারহান। তার ভাষ্য, ‘একটা শব্দই শুধু মাথায় আসছে- দুঃখজনক। কারণ এটি নজিরবিহীন ঘটনা। ’

এদিকে ফারহান আখতারের বক্তব্যের জবাবে এমএনএস হুমকি দিয়েছে, ‘রায়ীস’ মুক্তির প্রাক্কালে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাদের কর্মীরা। দলটির চলচ্চিত্র শাখার প্রধান আমেয়া খোপকার বলেন, ‘ছবিটি মুক্তির সময় ঘনিয়ে আসতে দিন, তখনই আমরা পদক্ষেপ নেবো। যাই হোক, পাঁচ কোটি রুপি অনুদান দেওয়ার সিদ্ধান্ত হওয়ার বেলায় এসব মানুষ কোথায় ছিলেন? হঠাৎ সবার টনক নড়ে উঠেছে। ’

যোগ করে আমেয়া খোপকার আরও বলেন, ‘আমরা সবাই জানি, কী ধরনের ভিসা নিয়ে পাকিস্তানি শিল্পীরা ভারতে এসে কাজ করে। কাগজপত্র খুলে দেখলে প্রযোজকরা সমস্যার সাগরে পড়ে যাবেন। পাকিস্তানি শিল্পীদেরকে পারিশ্রমিক দিতে সমস্যা না হলে ভারতীয় সেনাবাহিনীকে অনুদান দিতে সংশয় কীসের প্রযোজকদের?’

ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি পরিচালিত ‘রায়ীস’ মুক্তি পাবে ২০১৭ সালের ২৬ জানুয়ারি। এতে আরও অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। ছবিটির পরিচালক রাহুল ধোলাকিয়া।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।