ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

২০ নভেম্বর থেকে মাসব্যাপী অভিনয় প্রশিক্ষণ কোর্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
২০ নভেম্বর থেকে মাসব্যাপী অভিনয় প্রশিক্ষণ কোর্স

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের আয়োজনে এক মাস মেয়াদি ২য় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অবস্থিত বিসিটিআইয়ের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ কোর্সে তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেবেন অভিনয়জগতের দিকপাল অভিনেতা ও প্রশিক্ষকগণ।

এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা ১৩ নভেম্বরের মধ্যে www.bcti.gov.bd ওয়েবসাইটে ভর্তি ফরম পূরণ করে আবেদনপত্র পাঠাতে পারবেন। সরাসরি ডাকযোগে আবেদন গ্রহণযোগ্য নয়।

কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে দু’কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

প্রার্থী বাছাই পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র বিসিটিআইয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আনতে হবে।

নির্বাচিত হওয়ার পর প্রধান নির্বাহী, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের পাঁচ হাজার টাকা প্রশিক্ষণ ফি ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

বাংলাদেশ সময: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।