ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্ষমতার পালাবদলের উপাখ্যান ‘মর্ষকাম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
ক্ষমতার পালাবদলের উপাখ্যান ‘মর্ষকাম’ ‘মর্ষকাম’ নাটকের দৃশ্য

বৈশ্বিক রাজনীতির ক্ষমতার পালাবদলের কাহিনীকে উপজীব্য করে ঢাকার মঞ্চে যুক্ত হলো আরেকটি নতুন নাটক। নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে এলো নতুন নাটক ‘মর্ষকাম’।

দলের ১৯তম প্রযোজনাটি রচনা করেছেন আনিকা মাহিন। নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবি। গতকাল মঙ্গলবার (০১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হলো শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।

নাটকের কাহিনীতে উঠে এসেছে ইতিহাসের পরিক্রমায় বারবার ক্ষমতার হাতবদলের চিত্র। কিন্তু ‘মর্ষকাম’ ইতিহাসে বারবার সংঘটিত বিপ্লবের গাথা নয় বরং ক্ষমতার সেই পালাবদলের উপাখ্যান, যা বিশ্বময় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তিনটি পৃথক অঙ্কে চক্রাকারে পুনরাবৃত হয় একই নাটক, তিনটি ভিন্ন রূপে। প্রতিটি অঙ্কে বারবার ফিরে আসে একই সব চরিত্র প্রেসিডেন্ট, অর্থমন্ত্রী, সচিব, জেনারেল ও মিস্টার এক্স। চলতে থাকে রাজনীতি ও ক্ষমতার খেলা যার একমাত্র নিয়ন্ত্রক কোনো এক অদৃশ্য পরাশক্তির প্রতিনিধি  ‘মিস্টার এক্স’। এ খেলা দমন ও নিয়ন্ত্রণের, এ খেলা মর্ষকামের।

বারবার প্রতিরোধ গড়ে ওঠে, পরিবর্তিত হয় পুরনো রাজনৈতিক দৃশ্যপট আর সূচনা হয় নতুন রাজনৈতিক পটভূমির কোনো এক ভিন্ন স্থানে, ভিন্ন আঙ্গিকে। কিন্তু অবসান হয় না সেই পুরনো রাজনৈতিক ক্রিয়ার, সেই আদি ও অকৃত্রিম খেলার। এ নাটকের অন্তরালে রয়ে গেছে বিপ্লবের জয়গাথা, দৃশ্যমান হয় ক্ষমতার পালাবদলের পটভূমি। এই নাটক দুই ঘণ্টার না, এই নাটক চলমান প্রায় আড়াইশো বছর পূর্ব থেকে।

‘মর্ষকাম’ নাটকের অদৃশ্য পরাশক্তির প্রতিনিধি  ‘মিস্টার এক্স’ গণের উপস্হিতি ছিলো চোখে পড়ার মতো। কেউবা পাখির ডানায় ভর করে আকাশ থেকে নেমে আসছেন। কেউবা আসছেন পঙ্খীরাজ ঘোড়ায় চেপে। তাদের উপস্হিতি দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে। এছাড়া নাটকের দ্বিতীয় অঙ্কটিতে হাস্যরসের বিশেষ প্রয়োগ রয়েছে। নাটকের এক অঙ্ক থেকে আরেক অঙ্কে প্রবেশের সময় কিংবা বিদায়ের সময় ছিলো নাচ গানের মেলবন্ধন। এর আবহসঙ্গীতেও ছিলো নতুনত্বতার ছাপ।

প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেহমুদ সিদ্দিকী, নুরুজ্জামান বাবু, মাহফুজ সুমন, এস আর সম্পদ, সজল চৌধুরী, সেলিম মাহবুব, স্বাধীন শাহ, রিয়াজ হোসেন, জামান, মোহাম্মদ বারী, চন্দন রেজা, ফেরদৌস আমিন বিপ্লব, লেমন, পিয়ার মোহাম্মদ, রাকিব, জায়েদ হোসেন, মাজিদুল মিঠু, সোনিয়া নাসরিন, সুচি চৌধুরী, সুমন আকন্দ, আকাশ মোদক, আবির সায়েম ও ফারহানা আক্তার। শাহীন রহমানের মঞ্চ-পরিকল্পনায় এ নাটকে সঙ্গীত পরিচালনা করেছেন সেলিম মাহবুব। আবু সুফিয়ান বিপ্লবের আলোক পরিকল্পনায় পোশাক পরিকল্পনা করেন রোকেয়া রফিক বেবি।

‘মর্ষকাম’ নাটকটি বুধবার (০২ নভেম্বর) দ্বিতীয়বারের মতো শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়ণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, নভেম্বর ০২,২০১৬
জেএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।