বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন ২ নভেম্বর। এদিন ৫২ বছরে পদার্পণ করলেন তিনি।
গত বছর ৫০তম জন্মদিনে শাহরুখ ইচ্ছা প্রকাশ করেন, ৫৫ বছর বয়সের মধ্যে ১৫টি ভালো ছবিতে কাজ করতে চান। ‘ডিয়ার জিন্দেগি’ সেগুলোরই একটি। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে এটি।
নয়াদিল্লিতে তাজ মোহাম্মদ খান ও লতিফ ফাতিমা দম্পতির সংসারে শাহরুখের জন্ম ১৯৬৫ সালে ২ নভেম্বর। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় তার বাবা সক্রিয় ভূমিকা রাখেন। মা ছিলেন প্রখ্যাত মুক্তিযোদ্ধা মেজর জেনারেল শাহ নওয়াজ খানের দত্তক কন্যা। নেতাজি সুভাষ চন্দ্র বোসের ভারতের জাতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন শাহ নওয়াজ। শাহরুখের বড় বোনের নাম শেহনাজ।
শাহরুখ পড়াশোনা করেন নয়াদিল্লির সেন্ট কলাম্বা’স স্কুলে। তিনি ছিলেন অলরাউন্ডার ছাত্র। দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন তিনি। জামিয়া মিলিয়া ইসলামিয়ায় গণযোগাযোগ কোর্সে ভর্তি হলেও সেলুলয়েডের স্বপ্ন দেখে চলে আসেন মুম্বাইয়ে। জন্মদিন উপলক্ষে এ প্রতিবেদনের সঙ্গে রইলো তার শৈশব-কৈশোরের কিছু ছবি।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেএইচ