ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

জাপানে লেডি গাগা উন্মাদনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
জাপানে লেডি গাগা উন্মাদনা লেডি গাগা

মার্কিন পপ গায়িকা লেডি গাগাকে জাপানের টোকিওতে মঙ্গলবার (১ নভেম্বর) হৈ-হুল্লোড়ে স্বাগত জানালো হাজারও ভক্ত। তাদের হাতে ছিলো প্রশংসাসূচক ব্যানার ও পোস্টার।

নিজের নতুন অ্যালবাম ‘জোয়ান’-এর প্রচারণা চালাতে সেখানে গেছেন গ্র্যামী পুরস্কার জয়ী এই গায়িকা।

পিঠখোলা কালো রঙা পোশাকের সঙ্গে গাগা মাথায় রেখেছিলেন গোলাপি টুপি। ‘জোয়ান’ অ্যালবামের প্রচ্ছদে এভাবেই পাওয়া গেছে তাকে। টোকিওতে ভক্তদেরকে অকৃপণভাবে অটোগ্রাফ বিলিয়েছেন তিনি। সঙ্গে ধন্যবাদ জানাতে ভোলেননি।

৩০ বছর বয়সী গাগা বলেছেন, ‘আমাকে আবার আসতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। সবার জন্য সুখ বয়ে আনতে চেয়েছি আজ। আমি মনে করি, একটি গোলাপি টুপি প্রতিটি দিন খুশিতে ভরিয়ে দেয়। ’

‘জোয়ান’ হলো লেডি গাগার পঞ্চম স্টুডিও অ্যালবাম। এতে রয়েছে রক ধাঁচের গান। গত ৩১ অক্টোবর প্রকাশের পরপরই এটি দখল করেছে ইউএস বিলবোর্ড টু হান্ড্রেড চার্টের শীর্ষস্থান। চতুর্থবারের মতো এই চার্টের এক নম্বরে ওঠার স্বাদ পেলেন তিনি।

নতুন প্রকাশিত মাইকেল বাবলের ‘নোবডি বাট মি’, আ-কাপেলা ব্যান্ড পেন্টাটনিক্সের ‘অ্যা পেন্টাটনিক্স ক্রিসমাস’ ও ৮২ বছর বয়সী কানাডিয়ান ফোক শিল্পী লিওনার্ড কোহেনের ‘ইউ ওয়ান্ট ইট ডার্কার’কে হটিয়ে দিয়েছে ‘জোয়ান’। প্রকাশের প্রথম সপ্তাহে অ্যালবামটির ১ লাখ ৭০ হাজার কপি, এর গানগুলোর ১ লাখ ৩৫ হাজার কপি বিক্রির পাশাপাশি এগুলো স্ট্রিমিং হয়েছে ২ কোটি ৬০ লাখ বার।

লেডি গাগার আগের অ্যালবামগুলো হলো ‘দ্য ফেম’ (২০০৮), ‘দ্য ফেম মনস্টার’ (২০০৯), ‘বর্ন দিস ওয়ে’ (২০১১), ‘আর্টপপ’ (২০১৩)।   এ ছাড়া আমেরিকান বর্ষীয়ান গায়ক টনি বেনেটের সঙ্গে মিলে তিনি বের করেছেন ‘চিক টু চিক’ (২০১৪) অ্যালবামটি।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।