ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

চার নেতার জীবন নিয়ে প্রামাণ্যচিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
চার নেতার জীবন নিয়ে প্রামাণ্যচিত্র

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রায় আড়াই মাস পর একই বছরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে।

জাতীয় চার নেতার সংক্ষিপ্ত জীবনী, জাতীয় ক্ষেত্রে ভূমিকা ও হত্যা পরবর্তী দেশের অবস্থাকে আলোকপাত করে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র ‘ওরা চার, ওরা বীর’।

এতে জাতীয় চার নেতার স্বজনসহ ইতিহাসবিদরা অংশগ্রহণ করেছেন।

৩ নভেম্বর জেল হত্যা দিবস। এদিন রাত সাড়ে ৯টায় দীপ্ত টিভিতে প্রচার হবে প্রমান্যচিত্র ‘ওরা চার, ওরা বীর’।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।