ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিক্যুয়েলে জনি ডেপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিক্যুয়েলে জনি ডেপ জনি ডেপ

জাদুর দুনিয়ায় যুক্ত হলেন হলিউড তারকা জনি ডেপ। ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’ ছবির দ্বিতীয় কিস্তিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি।

তবে ৫৩ বছর বয়সী এই অস্কার মনোনীত অভিনেতার চরিত্রটি কেমন তা গোপন রাখা হয়েছে।

জনি ডেপের নতুন খবরটি গত ১ নভেম্বর প্রকাশিত হয়েছে ভ্যারাইটি, দ্য হলিউড রিপোর্টার ও ডেডলাইনে। হ্যারি পটারের স্রষ্টা জে.কে রাউলিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’ ছবিতেও তার স্বল্প উপস্থিতি থাকছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী এডি রেডমেইন। নতুন পর্বেও থাকবেন তিনি।

ব্রিটিশ লেখিকা জে.কে রাউলিংয়ের জনপ্রিয় চরিত্র হ্যারি পটার জাদু বিদ্যালয়ের ছাত্র হিসেবে ভর্তির সত্তর বছর আগে ১৯২৬ সালে নিউইয়র্কের গুপ্ত জাদুকর সম্প্রদায়ের সঙ্গে লেখক নিউট স্কাম্যান্ডারের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে ছবিটিতে। এর চিত্রনাট্য লিখেছেন রাউলিং।

‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’ মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর। এতে আরও অভিনয় করেছেন ক্যাথেরিন ওয়াটারস্টন, অ্যালিসন সুডল ও ড্যান ফগলার।

পরিচালনা করেছেন ‘হ্যারি পটার’ সিরিজের শেষ চার ছবির পরিচালক ডেভিড ইয়াটস। দ্বিতীয় কিস্তির নির্মাতাও তিনিই। এটি মুক্তি পাবে ২০১৮ সালে। গত মাসে রাউলিং জানান, ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজের পাঁচটি ছবির চিত্রনাট্য লেখার পরিকল্পনা করেছেন তিনি।

এদিকে জনি ডেপ অভিনীত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পঞ্চম ছবি মুক্তি পাবে আগামী বছর। এবারও তাকে দেখা যাবে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে।

সম্প্রতি ২০১০ সালের ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর সিক্যুয়েল ‘অ্যালিস থ্রো দ্য লুকিং গ্লাস’ ছবিতে দ্য ম্যাড হেটার চরিত্রে দেখা গেছে ডেপকে। এটাও জাদুময় এক জগতকে ঘিরে তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।