ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শিবলী-নীপার নাচের অনুষ্ঠানে মূকাভিনয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
শিবলী-নীপার নাচের অনুষ্ঠানে মূকাভিনয় (বাঁ থেকে) শিবলী মোহাম্মদ, নিথর মাহবুব ও শামীম আরা নীপা

বিটিভির নিয়মিত নৃত্যের অনুষ্ঠান ‘তারানা’ উপস্থাপনা করেন নৃত্যশিল্পী শিবলী মাহমুদ ও শামীম আরা নীপা। নৃত্যের সংগঠন ও নৃত্যশিল্পীদের সমন্বয়ে তৈরি হলেও এর একটি বিশেষ পর্ব সাজানো হয়েছে মূকাভিনয় নিয়ে।

তাই এতে অতিথি হয়েছেন মূকাভিনেতা নিথর মাহবুব।

অনুষ্ঠানে আলাপচারিতার পাশাপাশি থাকছে মূকাভিনয় সংগঠন মাইম আর্টের পরিচিতি ও নানা কার্যক্রম নিয়ে সচিত্র প্রতিবেদন। থাকছে মূকাভিনয় পরিবেশনা। এতে অভিনয় করেছেন নিথর মাহবুব, টুটুল, শুভ, সুধাংশু ও সবুজ। রচনা ও নির্দেশনায় নিথর মাহবুব। শিগগিরই বিটিভির ‘তারানা’র এ পর্বটি প্রচার হবে।

এ প্রসঙ্গে শিবলী মোহাম্মদ বলেন, ‘এ পর্বে মাইম আর্টকে সম্পৃক্ত করার কারণ হলো, মূকাভিনয় ও নৃত্যের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। নৃত্য যেমন ভাষাহীন শরীরের কাজ, তেমনি মূকাভিনয়ও। আবার এ দুটি কলা একটি ছন্দের ওপর চলে। ’

‘তারানা’য় অংশগ্রহণের অভিজ্ঞতা জানিয়ে নিথর মাহবুব বলেন, ‘নৃত্যশিল্পী হওয়ার পরও মূকাভিনয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য শিবলী মোহাম্মদকে অনেক ধন্যবাদ। নৃত্যে যেহেতু মূকাভিনয়ের ব্যবহার থাকে, তাই এ অনুষ্ঠানে আমাকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন তিনি। মাইম মূলত থিয়েটারের মধ্যেই পড়ে। সংলাপের অভিনয়ের চেয়ে এটি আরও কঠিন এবং পরিশ্রমের শিল্প। ’

যোগ করে নিথর মাহবুব হতাশা নিয়ে বলেন, ‘নাট্যাঙ্গনে মাইমকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। পথনাটক পরিষদ, গ্রুপ থিয়েটার ফেডারেশান প্রতি বছর উৎসব করছে, এগুলোতে থাকে না মাইমের পরিবেশনা। সম্প্রতি অনুষ্ঠিত গঙ্গা-যমুনা নাট্যোৎসবে নাটক, আবৃত্তি, নৃত্য দেশের ৫৩টি দলের অংশগ্রহণ থাকলেও ছিলো না কোনো মাইমের পরিবেশনা। টিভিতেও হাজার হাজার অনুষ্ঠানের ভিড়ে মাইমের কোনো সুযোগ হয় না। আশা করব, অন্যান্য চ্যানেলগুলো বিটিভিকে অনুসরণ করে তাদের অনুষ্ঠানগুলোতে মাইমকে প্রাধান্য দেবে। ’

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।