বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে মাসব্যাপী ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। এ উপলক্ষে প্রকাশ হচ্ছে স্মারক ডাকটিকিট।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে জাতীয় কমিটির সভায় সভাপতিত্বের বক্তব্যে একথা জানান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
জানা গেছে, এ আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রদর্শনীতে বাংলাদেশের ৫৬০ জন শিল্পী এবং এশিয়া ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় ৫২ দেশের ১২৯ জন শিল্পী নিবন্ধন করেছেন।
জাতীয় কমিটির সভায় আরও ছিলেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর প্রধান সমন্বয়কারী লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, শিল্পী হাশেম খান, শিশির ভট্টাচার্য, সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, আবুল বারক আলভী, হামিদুজ্জামান খান, নিসার হোসেন, ড. ফরিদা জামান, কালিদাস কর্মকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
জেএইচ