ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমরাই দর্শকের রুচিটা নিম্নস্তরে নামিয়ে এনেছি: অরুনা বিশ্বাস

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
আমরাই দর্শকের রুচিটা নিম্নস্তরে নামিয়ে এনেছি: অরুনা বিশ্বাস অরুনা বিশ্বাস (ছবি: সংগৃহীত)

অরুনা বিশ্বাস চিত্রনায়িকা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। নায়িকা হয়েই দীর্ঘদিন বড়পর্দা কাঁপিয়েছেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নায়ক-নায়িকার মা বা বোনের চরিত্রেও কাজ করেছেন। কিন্তু এসব নিয়ে নাখোশ ছিলেন তিনি। এ কারণে চলচ্চিত্রের পর্দায় বিরতিও নিয়েছেন কয়েকবার। আবার ফিরেছেন রুপালি পর্দায়, এবার কী ভাবছেন অরুনা?  

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে অরুনা বলেন, ‘ছবির কাজ করতে ইচ্ছে করে না। তবু করছি।

এবার ফিরে নামী নির্মাতাদের সঙ্গে কাজ করছি। মনে হচ্ছে, জায়গাটা এখনও আগের মতোই রয়ে গেছে। এখনও আগের আমলের মতোই নায়কভিত্তিক ছবি, একইরকম নাচ-গান, মারামারির ছবি হচ্ছে। কোনো কিছুরই পরিবর্তন হয়নি। ’

অরুনা যোগ করে বলেন, ‘আধুনিকতার নামে সিনেমায় যা হচ্ছে সেগুলোও কী দর্শক নিচ্ছে? অামার তো মনে হয় দর্শক এখনও হলে ফেরেনি। আবার পাবলিক (দর্শক) খায়না খায়না বলে আমরাই দর্শকের রুচিটা নিম্নস্তরে নামিয়ে এনেছি। নির্মাতা ও অভিনেতাদের দায়িত্ব দর্শকের রুচির মানোন্নয়ন করা। কিন্তু সেটা কী হচ্ছে?’

অরুনা বিশ্বাস (ছবি: সংগৃহীত)যার যার জায়গা থেকে সঠিক কাজটা করা হচ্ছেনা বলে মন্তব্য করেন অরুনা। তার মতে, পড়াশোনার বিরাট একটা ঘাটতি লক্ষ করা যাচ্ছে চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের মধ্যে। পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহারও চোখে পড়ছে না বলে তিনি মনে করেন। যৌথ প্রযোজনার ছবিগুলোও ঠিক সফলতা পাচ্ছে কি-না এ নিয়েও সন্দিহান অরুনা।  

কথা প্রসঙ্গে অরুনা তুলেছেন গত বছর মুক্তি পাওয়া আলোচিত ছবি ‘আয়নাবাজি’র প্রসঙ্গ। অমিতাভ রেজা পরিচালিত ছবিটির প্রচার কৌশল ‘ভালো’ মন্তব্য করে অরুনা বলেন, ‘এই ছবিটি এফডিসির নিয়মিত কোনো পরিচালক তৈরি করলে সেন্সর ছাড়পত্র পেতো কি-না আমার জানা নেই। একজন দণ্ডপ্রাপ্ত আসামি জেলখানার চাবি নিয়ে ঘুরছেন, সেখান থেকে তিনি আবারও বেরিয়েও এলেন! এটা কেমন যুক্তি? ছবিতে এমন ঘটনা আমি প্রত্যাশা করিনা। ’

অরুনার মতে, জোর করে আর যাই হোক দর্শককে হলে ফেরানো যাবে না। একটি দুটি নয়, অনেকগুলো বিষয়ের ওপর জোর না দিলে ভালো ছবি তৈরি করা সম্ভব নয়। অনেক ধরনের সীমাবদ্ধতা তো আছেই, পাশাপাশি চলচ্চিত্রের অধিকাংশ মানুষদের মধ্যে এখনও অজ্ঞতা রয়ে গেছে, মনোভাবের পরিবর্তন হয়নি, দুর্নীতিও কমেনি।  

অরুনা দুঃখ করে বলেন, ‘নায়ক-নায়িকারা যথার্থ সম্মানি পেলেও অন্য শিল্পীদের বেলায় অবহেলা করা হয়। অনেক সময় পুরনো নায়ক-নায়িকাদেরই অল্প টাকায় কাজ করে দেওয়ার অনুরোধ করা হয়। এটা খুবই দুঃখজনক। ’

জনপ্রিয় অভিনেত্রী অরুনা বিশ্বাস কিছুদিন আগে ‘সাদাকালো প্রেম’ ছবির কাজ শেষ করেছেন। জাকির হোসেন রাজুর ‘ভালো থেকো’ চলচ্চিত্রেও থাকছেন তিনি। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘দুলাভাই জিন্দাবাদ’-এর। এটি তৈরি করছেন মনতাজুর রহমান আকবর।  

অরুনা বিশ্বাস (ছবি: সংগৃহীত)দীর্ঘদিন ধরে চলচ্চিত্র পরিচালনার কথা ইচ্ছে পোষণ করছেন অরুনা। আপাতত নাটকেই থিতু রেখেছেন নিজের পরিচালক-সত্ত্বাকে। ছবি পরিচালনা প্রসঙ্গে অরুনা বললেন, ‘প্রথমত টাকা নেই। ছবি মুক্তি দিয়ে সেই টাকা তুলে আনার রাস্তাও আমার জানা নেই। কিছুদিন যাক, দেখি। তবে এটা ঠিক যে, আমার স্বপ্ন পূরণ হবেই। ছবি আমি বানাবোই। ’

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।