ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘অভ্যাস খারাপ হয়ে যাচ্ছিলো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
‘অভ্যাস খারাপ হয়ে যাচ্ছিলো’ মৌটুসী বিশ্বাস (ছবি: সংগৃহীত)

কয়েকটি ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। মান রক্ষা করার জন্যই কম কাজে বিশ্বাসী তিনি। ইদানীং টক শো সঞ্চালনার অভিজ্ঞতাও পেয়েছেন এই শিল্পী। এদিকে বিরতির পর মৌটুসী ফিরেছেন ফেসবুক দুনিয়ায়।

শুক্রবার (৩ মার্চ) বাংলানিউজের সঙ্গে আলাপে মৌটুসী বলেন, ‘প্রায় এক বছর পর ফেসবুকে ফিরেছি। কোনো কিছুর অভাব বোধ করিনি।

সবকিছু আগের মতোই আছে। ’

ফেসবুকে বিরতি নেওয়ার কারণ উল্লেখ করে মৌটুসী বলেন, ‘আসলে অভ্যাস খারাপ হয়ে যাচ্ছিলো। আগে শুটিংয়ে শট শেষ করেই ঢুকে যেতাম ফেসবুকে, এটা ওটা দেখতাম, খবর পড়তাম। এক সময় মনে হলো বিরতি নেওয়া দরকার, তাই নিয়েছি। প্রয়োজনে আবার আইডি ডিঅ্যাক্টিভেট করে দেবো। ’

মৌটুসী অভিনীত কয়েকটি ধারাবাহিক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। এগুলো হলো—এস এ হক অলীকের পরিচালনায় ‘আয়নাঘর’ (এটিএন বাংলা), মাসুদ সেজানের ‘চলিতেছে সার্কাস’ (বাংলাভিশন) ও আলভী আহমেদের ‘দ্য কর্পোরেট’ (দেশ টিভি) প্রভৃতি।

কিশোরদের নিয়ে বিশেষ একটি অনুষ্ঠানের কাজ শেষ করেছেন মৌটুসী। এতে সঞ্চালকের ভূমিকায় থাকছেন তিনি। এতে মৌটুসীর অতিথি হয়েছেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। ‘দুরন্ত কৈশোর’ নামের অনুষ্ঠানটি প্রচার হওয়ার কথা চারটি টিভি চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।