ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘মেয়ে মানুষ’ সম্বোধনটি শুনতে চাই না: নওশাবা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
‘মেয়ে মানুষ’ সম্বোধনটি শুনতে চাই না: নওশাবা নওশাবা, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

“নারী ধ্বংস করতে পারে আবার সৃষ্টিও করতে পারে। এই দিক দিয়ে তিনি ক্ষমতাশালী। যার হাতে ক্ষমতা, তাকে হতে হয় দায়িত্বশীল। এ দিক দিয়েই নারী অধিকাংশ ক্ষেত্রেই ক্ষমতার অপব্যবহার করেন না, নারী কোমলতার প্রতীক। তাই নারীকে শুধু নারী হিসেবে দেখার সুযোগ কম। নারী দিবসে আমার চাওয়া, ‘মেয়ে মানুষ’ সম্বোধনটি শুনতে চাই না।”

কথাগুলো বলেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে তিনি জানান, নারীরা এখন সব ধরনের কাজ করছে, সাফল্যও পাচ্ছে।

তার মতে, ‘মেয়ে মানুষ’ বলে নারীকে ভিন্ন চোখে দেখার দিন শেষ। মেয়েরাও মানুষ। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে নওশাবা এসব ব্যাপারই তুলে ধরবেন একটি টিভি অনুষ্ঠানে। এর নাম ‘রঙিলার রঙ্গশালা’।  

এটি প্রতি বুধবার রাত ৯টায় প্রচার হচ্ছে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনে। বিনোদন ভুবনের তথ্যের পাশাপাশি বিশ্বের অজানা ও রহস্যময় বিষয়গুলো এখানে তুলে ধরা হয়। সঞ্চালানার ক্ষেত্রে নতুনত্ব রেখেছেন নওশাবা। একেকদিন একেক ধরনের পোশাকে হাজির হন তিনি। এবারের পর্বে প্রাধান্য দেওয়া হবে নারীকে। তাই শাড়ি পরবেন নওশাবা।

জানা যায়, সামিয়া রহমানের তত্ত্বাবধানে ও নাহিদ জিহানের পরিচালনায় এবারের পর্বে নারীকেন্দ্রিক চলচ্চিত্রগুলো নিয়ে আলোচনা রাখা হয়েছে। উঠে আসবে মাদার তেরেসা, বেগম রোকেয়া প্রমুখ বিখ্যাত নারীদের প্রসঙ্গ। গত দু’ মাস ধরে ‘রঙিলার রঙ্গশালা’ সঞ্চালনা করছেন নওশাবা। সম্প্রতি ‘ম্যানসন ৯৯’ ছবির শুটিং করে মালয়েশিয়া থেকে ফিরেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।