ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কেমন হবে শাকিব-অপুর ঈদ?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, মে ২, ২০১৭
কেমন হবে শাকিব-অপুর ঈদ? অপু বিশ্বাস ও শাকিব খান (ছবি: সংগৃহীত)

শাকিব খান ও অপু বিশ্বাস জুটি হয়ে ৭২টিরও অধিক ছবিতে কাজ করেছেন। একের পর এক হিটের তালিকায় উঠেছে এই জুটির ছবি। শাকিব-অপু অভিনীত শেষ ছবি (সম্রাট) মুক্তি পায় গত বছর ঈদুল ফিতরে। জনপ্রিয় এই জুটি এখন বাস্তবে স্বামী-স্ত্রী। ভক্তদের প্রশ্ন, আসছে ঈদ কেমন যাবে তাদের? এই জুটির ছবি ঈদে মুক্তি পাবে তো?

‘সম্রাট’ মুক্তির পর অপু মিডিয়ার বাইরে চলে যস্ন। এর কারণও কিছুদিন আগে প্রকাশ পেয়েছে।

সবাই জানেন, শাকিব-অপুর কয়েকটি ছবির কাজ বন্ধ হয়ে যায়।

এর মধ্যে ‘মাই ডারলিং’, ‘পাঙ্কু জামাই’, ‘মা’, ‘লাভ ২০১৬’ অন্যতম। এগুলো ছাড়া ‘রাজনীতি’ নামের আরেকটি ছবির কাজও বাকি ছিলো। ইতিমধ্যে এই ছবির কাজ শেষ হয়েছে। গেল ৩০ এপ্রিল বিনা কর্তনে ছাড়পত্রও পেয়েছে তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাসসের এই ছবিটি। সেন্সর ছাড়পত্র পাবার সঙ্গে সঙ্গেই ছবিটি মুক্তির দিন তারিখও ঠিক করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যারো মোশন আর্টস। এক বছর পর ছবি মুক্তি পেতে যাচ্ছে শাকিব-অপুর। ঈদের আনন্দ বাড়িয়ে দেবেন তারা।

ভক্তদের সাথে অপুর মনেও বইছে শান্তির বাতাস। কারণ আগামী ঈদে ‘রাজনীতি’ মুক্তির খবর অপু নিজেই জানিয়ে দিয়েছেন তার ভক্তদেরকে। তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজেই জানিয়েছেন ‘রাজনীতি‘ মুক্তির খবর।

‘রাজনীতি’র মুক্তি প্রসঙ্গে বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন নির্মাতা বুলবুল বিশ্বাস। তিনি বলেন, ''শতভাগ নিশ্চিত করেই বলতে চাই আগামী ঈদে আমরা আসছি। ৩০ এপ্রিল ‘রাজনীতি’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। শুধু বিনা কর্তনেই নয়, সেন্সর বোর্ডে ছবিটি প্রশংশিত হয়েছে বললে একদমই ভুল বলা হবে না। কারণ সেন্সর বোর্ডের সদস্যরা শুরুতে ভেবেছিলেন নাম যেহেতু ‘রাজনীতি’ তাহলে প্রশ্ন উঠতে পারে। যার কারণে তারা মনোযোগ সহকারে ছবিটি দেখেছেন ও উপভোগও করেছেন। সেটা জানতে পেরেছি সেন্সর ছাড়পত্র নেবার সময়।

'' শাকিব-অপু ছাড়া ‘রাজনীতি’তে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, অমিত হাসান, পীষূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ০২, ২০১৭
পিএএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।