ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এক নজরে ‘বাহুবলী’র রামায়া (ভিডিও)

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মে ১০, ২০১৭
এক নজরে ‘বাহুবলী’র রামায়া (ভিডিও) রামায়া কৃষ্ণান (ছবি: সংগৃহীত)

‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ পাল্টে দিয়েছে অভিনেত্রী রামায়া কৃষ্ণানের জীবন। কেননা ছবিতে পুরুষ চরিত্রের মতো করেই প্রাধান্য দেওয়া হয়েছে তাকে। এর ফলে, শিবগামী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিতে পেরেছেন রামায়া।

এর আগে, নব্বই দশকের ছবিতেও দেখা গেছে দক্ষিণের জনপ্রিয় এই অভিনেত্রীকে। পাঁচ বছর বলিউডে কাজ করেছেন ৪৬ বছর বয়সী এই তারকা।

সে সময় তিনি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, গোবিন্দ ও শাহরুখ খানের মতো বলিউড সুপারস্টারদের সঙ্গে। জেনে নেওয়া যাক রামায়ার উল্লেখযোগ্য ছবিগুলোর কথা—

 ছবি: সংগৃহীত‘খলনায়ক’
এই ছবিটির কথা কার না মনে নেই? এই ছবির মাধ্যমে বলিউড যাত্রা শুরু করেছিলেন রামায়া। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। আর সঞ্জয়ের উপপত্নি চরিত্রে অভিনয় করেছিলেন রামায়া।

** ‘নায়ক নেহি খলনায়ক হে তু’ গানে রামায়া কৃষ্ণান

‘বানারাসি বাবু’
ডেভিড ধাওয়ান পরিচালিত ‘বানারাসি বাবু’ ছবির মাধ্যমে প্রধান নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পান রামায়া। এতে তার বিপরীতে ছিলেন গোবিন্দ। পর্দায় তাদের রসায়ন বেশ প্রশংসনীয় ছিলো।

* ‘সান সানানা হায়’ গানে রামায়া কৃষ্ণান

‘চাহাত’
সঞ্জয় ও গোবিন্দর সঙ্গে অভিনয় করে থেমে থাকেননি ‘বাহুবলী’খ্যাত এই অভিনেত্রী। ১৯৯৬ সালে ‘চাহাত’ ছবিতে দেখা গেছে তাকে। যেখানে সহশিল্পী হিসেবে তিনি পেয়েছিলেন বলিউড কিং শাহরুখ খানকে।

* ‘নেহি লাগতা’ গানে রামায়া কৃষ্ণান

‘বড় মিয়া ছোট মিয়া’
এই ছবির মাধ্যমে পরিচালক ডেভিড ধাওয়ানের সঙ্গে দ্বিতীয়বার কাজ করেন রামায়া। এতে তার সহশিল্পী ছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।  

* ‘বড় মিয়া ছোট মিয়া’ ছবির দৃশ্য

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ১০, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।