ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জন্মদিনে শ্রদ্ধা

মৃণাল সেনের নয়টি ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
মৃণাল সেনের নয়টি ছবি মৃণাল সেন, ছবি: সংগৃহীত

‘বাইশে শ্রাবণ’, ‘ভূবন সোম’, ‘ইন্টারভিউ’, ‘কলকাতা ৭১’, ‘একদিন প্রতিদিন’, ‘খারিজ’, ‘একদিন’, ‘আচানক’, ‘অন্তরীণ’, ‘আমার ভুবন’—এমন বেশ কিছু চলচ্চিত্রের কারণে শীর্ষস্থানীয় নির্মাতার আসনটি পোক্ত করেছেন মৃণাল সেন। কিংদন্তি এই নির্মাতার বানানো নয়টি চলচ্চিত্র দেখার সুযোগ পাচ্ছেন ঢাকার দর্শক। 

কালজয়ী ভারতীয় চলচ্চিত্রকার মৃণাল সেনের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জাদুঘরে শনিবার (১৩ মে) থেকে শুরু হয়েছে পাঁচ দিনের চলচ্চিত্র অধিবেশন।

ভারত-বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘ফিরে দেখা মৃণাল সেন’।

কালজয়ী এ নির্মাতাকে শ্রদ্ধা জানাতে চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর যৌথভাবে চলচ্চিত্র অধিবেশনটির আয়োজন করেছে।  

সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অধিবেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রীংলা। মৃণাল সেনের ওপর আলোচনা করেন চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। উদ্বোধন শেষে মৃণাল সেন নির্মিত ‘একদিন প্রতিদিন’ ছবিটি দেখানো হয়।

কোনদিন কোন ছবি
দ্বিতীয় দিন রোববার (১৪ মে) বিকেল ৪টায় মৃণাল সেন নির্মিত ‘বাইশে শ্রাবণ’ ছবিটি দেখানো হবে। সন্ধ্যা ৬টায় থাকছে নির্মাতাকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘পোট্রেট অব এ ফিল্মমেকার’। এরপর দেখানো হবে ‘ভুবন সোম’ ছবিটি।

তৃতীয় দিন সোমবার (১৩ মে) বিকেল ৪টায় ‘ইন্টারভিউ’ ও সন্ধ্যা ৬টায় দেখানো হবে মৃণাল সেনের ছবি  ‘কলকাতা ৭১’।  

১৬ মে বিকেল ৪টায় প্রামাণ্যচিত্র ‘অলওয়েজ বিইং বর্ন’ ও চলচ্চিত্র ‘খারিজ’, সন্ধ্যা ৬টায় ‘একদিন আচানক’ প্রদর্শিত হবে।

১৭ মে বিকেল ৪টায় প্রামাণ্যচিত্র ‘মৃনাল সেন— এন ইরা ইন সিনেমা’ ও চলচ্চিত্র ‘অন্তরীণ’ দেখানো হবে। সন্ধ্যা ৬টায় দেখানো হবে ‘আমার ভুবন’ ছবিটি।  
 
চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেনের জন্ম ১৯২৩ সালের ১৪ মে। বাংলাদেশের ফরিদপুরে তিনি জন্মগ্রহণ করেন। ‘রাতভোর’ ছবিটি দিয়ে ১৯৫৫ সালে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন মৃণাল।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ১৩, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।