ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় মঙ্গলবার গাইবেন রিচার্ড মার্কস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫২ ঘণ্টা, মে ১৫, ২০১৭
ঢাকায় মঙ্গলবার গাইবেন রিচার্ড মার্কস রিচার্ড মার্কস

‘রাইট হিয়ার ওয়েটিং’, ‘দিজ আই প্রমিজ ইউ’, ‘এন্ডলেস সামার নাইট’, ‘নাও অ্যান্ড ফরএভার’, ‘এট দ্য বিগেনিং’, ‘ডোন্ট মিন নাথিং’— মুখে মুখে ফেরা এসব গানের শিল্পী রিচার্ড মার্কস। যুক্তরাষ্ট্রের এই তারকা গায়ক এবার আসছেন ঢাকায়। মঙ্গলবার (১৬ মে) তার পরিবেশনা উপভোগ করবেন ভক্তরা।

৮০ ও ৯০ দশকের জনপ্রিয় পপ ও রক সংগীতশিল্পী রিচার্ড মার্কস। ৫৩ বছর বয়সী এই গায়কের পরিবেশনা শুরু হবে সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

ক্রেইনস নামে একটি প্রতিষ্ঠান আয়োজন করেছে ‘রিচার্ড মার্কস লাইভ ইন ঢাকা’র। ১৫ মে এই শিল্পীর ঢাকায় এসে পৌঁছুনোর কথা।  

ঢাকায় প্রথমবারের পরিবেশনা নিয়ে উত্তেজিত রিচার্ড মার্কস নিজেও। ১১ মে নিজের ফেসবুজ পাতায় রিচার্ড লিখেছেন, ‘প্রথমবার ঢাকায় গান করতে যাচ্ছি, এ কারণে উত্তেজিত। ’ 

* ‘রাইট হিয়ার ওয়েটিং’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।