ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রেকর্ড গড়তে পারেনি ‘বাহুবলী টু’?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
রেকর্ড গড়তে পারেনি ‘বাহুবলী টু’? ‘বাহুবলী টু’ ছবির পোস্টার

ক’দিন আগে ১৫শ’ কোটির ঘরে পৌঁছেছে এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। এ ছাড়া মুক্তির শুরু থেকে একের পর এক ইতিহাস গড়ছে ছবিটি। কিন্তু ‘গাদার: এক প্রেম কথা’খ্যাত পরিচালক অনিল শর্মার মতে, এখনও পর্যন্ত কোনো রেকর্ডই তৈরি করতে পারেনি ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’!

সম্প্রতি ছেলে উৎকর্ষ শর্মার প্রথম ছবি ‘জিনিয়াস’-এর মহরতে এসে তিনি জানান, ‘এটি সময়ের ব্যাপার। একটা সময় ছিলো যখন ২০০১ সালে ‘গাদার: এক প্রেম কথা’ ছবিটি মুক্তির পর ২৬৫ কোটি রুপি আয় করেছিলো।

আজকের হিসেবে যা পাঁচ হাজার কোটির কাছাকাছি। ’

তিনি আরও বলেন, “২০০১ সালে ‘গাদার: এক প্রেম কথা’ ২৬৫ কোটি রুপি আয় করেছিলো। যখন কি-না টিকেটের মূল্য ছিলো মাত্র ২৫ রুপি। আজকের মূল্যনির্ধারণ অনুযায়ী যা পাঁচ হাজার কোটি রুপি। সে তুলনায় ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ মাত্র ১৫শ’ কোটি রুপি আয় করেছে। তাই আমার মনে হয়, এখনও পর্যন্ত কোনো রেকর্ড তৈরি করতে পারেনি ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’। ”

‘দ্য হিরো: লাভ স্টোরি অব অ্যা স্পাই’, ‘গাদার: এক প্রেম কথা’, ‘বীর’, ‘সিং সাব দ্য গ্রেট’ ও ‘আপনে’র মতো ছবি পরিচালনা করেছেন অনিল শর্মা।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ২৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।