ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাজ্জাক-শাবানার দেখা হলো না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, মে ২৫, ২০১৭
রাজ্জাক-শাবানার দেখা হলো না রাজ্জাক ও শাবানা, ছবি: সংগৃহীত

কালজয়ী অনেক ছবির নায়ক-নায়িকা রাজ্জাক ও শাবানাকে দীর্ঘদিন একসঙ্গে দেখা যায়নি। বৃহস্পতিবার (২৫ মে) এফডিসিতে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন তারা। কথা ছিলো পাশাপাশি বসবেন তারা, কথা বলবেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা হলো না এই দুই কিংবদন্তির। 

স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর শিল্পী-কুশলীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো নায়করাজ ও সদ্য দেশে ফেরা শাবানার। কিন্তু দুপুর এফডিসির জহির রায়হান কালারল্যাব মিলনায়তনে ১২টায় অনুষ্ঠান শুরু হওয়ার দেড়ঘণ্টা পরও দেখা গেলো দু’জনের আসন শুণ্য।

আয়োজক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষে সভাপতি মুশফিকুর রহমান গুলজার জানান, অসুস্থতার কারণে রাজ্জাক যোগ দিতে পারেননি। অন্যদিকে শাবানার আসার কথা আগে থেকে বললেও অনুষ্ঠানে তখনও কিছু ঘোষণা করা হয়নি। দু’দিন আগে সমিতির পক্ষ থেকে শাবানার উপস্থিতির ব্যাপারে ‘আশাবাদ’ ব্যক্ত করা হয়েছিলো। অনেকে মনে করেছিলেন এফডিসির এই অনুষ্ঠান ও অনুষ্ঠিতব্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের আয়োজনে শাবানার সাক্ষাৎ পাওয়া যাবে।  

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমচাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১ জন’-এর গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছিলেন রাজ্জাক ও শাবানা। এই চলচ্চিত্রের জীবিত শিল্পী-কুশলীদের সংবর্ধনা দেওয়ার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ড. তৌফিক রহমান চৌধুরী। আরও ছিলেন ‘ওরা ১১ জন’-এর প্রযোজক মাসুদ পারভেজ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা কালজয়ী ছবিটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসও/পিএএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।