ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

উপভোগ করুন বাচ্চুর প্রথম গিটার শো (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, জুন ১, ২০১৭
উপভোগ করুন বাচ্চুর প্রথম গিটার শো (ভিডিও) আইয়ুব বাচ্চু- ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘ঊর্বশী’, ‘ইন দ্য ক্যাফে’, ‘থ্যাংক ইউ’, ‘বর্ণ ফাইটার’, ‘ডোন্ট ওরি’, ‘স্বপ্নের বাংলাদেশ’, ‘এন্ডলেস লাভ’ ও ‘সাউন্ড অব সাইলেন্স’- এগুলো হলো ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর নতুন ট্র্যাকের শিরোনাম। শোনেননি তো? অসুবিধা নেই।

ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর অনেক গান ভক্তদের মুখে মুখে। কিছু গানের শুরুতে গিটারের সুর শুনেই বোঝা যায় এটি এবির গান।

আর মঞ্চে বাচ্চুর গিটার বাজানো কার না ভালো লাগে! গিটার পাগলদের জন্য জনপ্রিয় এই শিল্পী ছয়টি বিভাগীয় শহরে একক গিটার শো করছেন। এর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম মাত করেছেন তিনি।

২৪ মার্চ আইয়ুব বাচ্চুর ভক্তদের জন্য ছিলো বিশেষ দিন। জনপ্রিয় এই ব্যান্ড তারকা এ দিনে ঢাকার দর্শক-শ্রোতাদের উপহার দিয়েছেন বিশেষ একটি পরিবেশনা, শুনিয়েছেন গিটার। ‘সাউন্ড অব সাইলেন্স’ শীর্ষক বাচ্চুর সেই কনসার্ট সরাসরি যারা উপভোগ করতে পারেননি, তাদের জন্য সুখবর। আইয়ুব বাচ্চুর পুরো পরিবেশনাটি এখন উপভোগ করা যাচ্ছে অনলাইনে।

বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলে সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত বাচ্চুর প্রথম একক গিটার শো ‘সাউন্ড অব সাইলেন্স’-এর আটটি ট্র্যাক। ভিন্ন স্বাদের পরিবেশনাগুলো এরই মধ্যে ভক্তদের আকৃষ্ট করেছে।

ইউটিউবের পাশাপাশি এই পরিবেশনাগুলো আরও আছে তিনটি প্ল্যাটফর্মে। এগুলো হলো— রবিস্ক্রিন, বাংলাফ্লিক্স ও টেলিফ্লিক্স।

ঢাকার পর আইয়ুব বাচ্চু ২০ মে একইভাবে গিটার কনসার্ট করেছেন নিজের শহর চট্টগ্রামে। সেখানেও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। অচিরেই তিনি গিটার নিয়ে ছুটবেন অন্য একটি বিভাগীয় শহরে।

আইয়ুব বাচ্চুর প্রথম গিটার শো-এর ভিডিও:
** ‘এন্ডলেস লাভ’

** ‘সাউন্ড অব সাইলেন্স’

** ‘ডোন্ট ওরি’

**  ‘থ্যাংক ইউ’

** ‘ঊর্বশী’

** ‘ইন দ্য ক্যাফে’

** ‘স্বপ্নের বাংলাদেশ’

** ‘বর্ণ ফাইটার’

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।