ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নিজের বায়োপিক হতে দেবেন না ধর্মেন্দ্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, জুন ৩, ২০১৭
নিজের বায়োপিক হতে দেবেন না ধর্মেন্দ্র ধর্মেন্দ্র (ছবি: সংগৃহীত)

বলিউড ইন্ডাস্ট্রিতে ৬০ বছর পার করেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। ভক্তদের উপহার দিয়েছেন ‘শোলে’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘চুপকে চুপকে’, ‘দোস্ত’, ‘ফুল অর পাথর’-এর মতো অসংখ্য জনপ্রিয় ছবি। চলচ্চিত্র ঘিরে তার অভিজ্ঞতাও বিস্তর। এই শিল্পীর জীবন ও কর্ম নিয়ে আগ্রহ আছে সিনেপ্রেমী দর্শকের। কিন্তু সেই আগ্রহকে আমলে নিচ্ছেন না এই তারকা।

তার ঘটনাবহুল জীবন নিয়ে বায়োপিক হোক এমনটা চান না ধর্মেন্দ্র। সম্প্রতি নিজ মুখেই এমনটা বলেছেন স্পষ্টভাষী এই তারকা।

এ প্রসঙ্গে ধর্মেন্দ্রর ভাষ্য, ‘আমি কোনো নির্মাতাকে আমার জীবনী নিয়ে ছবি নির্মাণ করতে দেবো না। কারণ আমার জীবন মূল্যহীন নয়। তবে আমি আমার গল্পগুলো ভিন্ন উপায়ে সবাইকে জানাবো। ’

নিজের জীবনী নিয়ে চলচ্চিত্র তো নয়ই, বরং কোনো বই লিখতেও দেবেন না ধর্মেন্দ্র। ৮১ বছর বয়সী এই অভিনেতার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সমালোচকেরা বলছেন, ধর্মেন্দ্রর পক্ষেই এমনটি ভাবা বা করা সম্ভব ।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।