ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এই সম্মানের কথা আমার মনে থাকবে: রাজ্জাক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, জুন ৫, ২০১৭
এই সম্মানের কথা আমার মনে থাকবে: রাজ্জাক ছবি: বাংলানিউজ

কলকাতা: ‘কলকাতার শিল্পীদের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। পশ্চিমবাংলার শিল্পীরা খুবই আন্তরিক। আজকের এই সম্মানের কথা আমার মনে থাকবে’— ১৬তম টেলিসিন অ্যাওয়ার্ড-এর আজীবন সম্মাননা গ্রহণ করে এমন কথা বলেছেন কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক।

রোববার (৪ জুন) দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্জাককে এই পুরস্কারে ভূষিত করা হয়। একই সম্মাননা পেয়েছেন সেখানকার অভিনেতা রঞ্জিত মল্লিক।

 

রাজ্জাকের পাশাপাশি এ বছর ১৮ টি বিভাগে বাংলাদেশের শিল্পীরা পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে সম্মানিত করা হয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে। বাংলাদেশের সেরা গায়কের সম্মাননা পেয়েছেন হাবিব ওয়াহিদ, সেরা গায়িকা  হয়েছেন কনা।

এদিকে অভিনয় বিভাগে সেরা নায়িকার  সম্মান পান নুসরাত ফারিয়া,  সেরা অভিনেতা শাকিব খান। যদিও অনুষ্ঠানে শাকিব উপস্থিত ছিলেন না।

ছবি: বাংলানিউজটেলিসিনের চোখে সেরা চলচ্চিত্র  ‘আয়নাবাজি’। এর জন্য পুরস্কার পেয়েছেন নির্মাতা অমিতাভ রেজা ও গল্পকার গাউসুল আজম শাওন।

টেলিসিনে সোসাইটির পক্ষ থেকে বলা হয়েছে,  রাজ্জাকসহ বাংলাদেশের তারকাদের সম্মান জানাতে পেরে তারা গর্বিত।  

২০১০ সালে শুরু হওয়া এই আয়োজন শুধু পশ্চিমবাংলার শিল্পীদের মধ্যে সীমাবদ্ধ ছিলো। দু’বছর ধরে স্বীকৃতি দেওয়া হচ্ছে বাংলাদেশের শিল্পী-কুশলীদেরকেও।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ০৫, ২০১৭
এসএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।