ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদে শাকিব-অপু-শুভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, জুন ৮, ২০১৭
ঈদে শাকিব-অপু-শুভ শাকিব খান, অপু বিশ্বাস ও আরিফিন শুভ (ছবি: সংগৃহীত)

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাসের নতুন ছবি। এই তালিকায় আছে ‘নবাব’, ‘রংবাজ’ ও ‘রাজনীতি’। অন্যদিকে আরিফিন শুভ ঈদে থাকছেন না বড়পর্দায়। তবে উৎসব উপলক্ষে এই তিন তারকার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত একাধিক ছবি টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।

শাকিব খান-অপু বিশ্বাসের ‘সম্রাট’, শাকিব-তিশার ‘রানা পাগলা-দ্য মেন্টাল’, আরিফিন শুভ ও তিশার ‘অস্তিত্ব’ ছবিগুলো প্রচার হবে চ্যানেল আইয়ে। এই তালিকায় আছে আরও তিনটি ছবি।

এগুলো হলো— ‘ভালোবাসা এমনই হয়’, ‘রান আউট’ ও ‘ড্রেসিং টেবিল’।

ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে ছবিগুলোর প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে।
ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে ‘ড্রেসিং টেবিল’। আবু সাইয়ীদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, নাদিয়া খানম, আরমান পারভেজ মুরাদ, তারিন রহমান, তাসকিন সুমী প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে লন্ডনে চিত্রায়িত ‘ভালোবাসা এমনই হয়’। তানিয়া আহমেদ নির্মিত এ চলচ্চিত্রে অভিনয় করেছেন সাজ্জাদ, তানজিকা, মিশু সাব্বির, বিদ্যা সিনহা মীম, তারিক আনাম খান প্রমুখ।

ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছে ‘অস্তিত্ব’। আরেফিন শুভ, নুশরাত ইমরোজ তিশা, সুচরিতা, সুব্রত অভিনীত এ চলচ্চিত্র পরিচালনা করেছেন অনন্য মামুন।

‘রান আউট’ দেখানো হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে। তন্ময় তানসেনের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন সজল, মৌসুমী নাগ, ওমর সানী প্রমুখ।

ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে ‘রানা পাগলা- দ্য মেন্টাল’। পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, নুশরাত ইমরোজ তিশা, আঁচল, মিশা সওদাগর, পড়শী প্রমুখ।

এ ছাড়া শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘সম্রাট’ চলচ্চিত্রটি প্রচার হবে ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।