ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দ্বিতীয়টাই হতে যাচ্ছে প্রথম অ্যালবাম!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, জুন ১০, ২০১৭
দ্বিতীয়টাই হতে যাচ্ছে প্রথম অ্যালবাম! যাত্রী ব্যান্ডের সদস্যরা

জনপ্রিয় সংগীতশিল্পী তপুর ব্যান্ড যাত্রী দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। ঈদ উপলক্ষে আট গানের এই অ্যালবাম সিডি ও ডিজিটাল আকারে বের হবে। ১০ জুন দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে চমকপ্রদ তথ্য দিয়ে ব্যান্ডের ভোকাল তপু বলেন, ‘দ্বিতীয়টাই হতে যাচ্ছে আমাদের প্রথম অ্যালবাম!’

তাহলে প্রায় ১১ বছর আগে প্রকাশিত আপনাদের ‘ডাক’ অ্যালবামটিকে অস্বীকার করছেন? এমন প্রশ্নের জবাবে তপু বলেন, ‘না, তা নয়। তখন আসলে প্রজেক্ট হিসেবে অ্যালবামটি প্রকাশ করেছিলাম।

ব্যান্ডের অ্যালবামে যেমন সবার অংশগ্রহণ থাকে, তেমনটি ছিলো না। এখন আমরা পরিনত। তাই আমার দৃষ্টিতে দ্বিতীয়টাই হতে যাচ্ছে আমাদের ব্যান্ডের প্রথম অ্যালবাম। ’

সেল্ফ টাইটেল ‘যাত্রী’র অ্যালবামের প্রচারণার অংশ হিসেবে ব্যান্ডের সদস্যরা একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন তারা। তপু বলেছেন, ‘যতোটা না উত্তেজিত, তার চেয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট। প্রায় ১১ বছর পর আমার ব্যান্ড যাত্রীর অ্যালবাম আসছে’।  

তপু আরও জানান, নতুন অ্যালবামে বৈচিত্র্য রাখার জন্য কোনো গান তিনি সুর করেননি। তবে সুরের ওপর কথা বসিয়েছেন তপু। লিরিক প্রসঙ্গে বলেন, ‘নিজেকে ভাঙার চেষ্টা করেছি। কারণ অন্যের সুরের ওপর আগে তেমন লিখিনি। এবার কাজটি করতে গিয়ে চ্যালেঞ্জও নিয়েছি। শ্রোতারা গানগুলো শুনলেই বুঝবেন। ’

ব্যান্ডের ভক্তদের বিভিন্ন এসএমএসের কারণে যাত্রী সিডি আকারে কিছু অ্যালবাম ছাড়বে। পাশাপাশি জি সিরিজ ডিজিটাল আকারেও প্রকাশ করবে গানগুলো। এরই মধ্যে মিউজিক ভিডিওর পরিকল্পনা করছেন তারা। ব্যান্ডের সদস্যরাই তৈরি করবেন ভিডিও। ‘যাত্রী’ অ্যালবামে একটি গানে অতিথি শিল্পী হিসেবে তপুর সঙ্গে গেয়েছেন অানিলা। এই গানটির সুর-সংগীত করেছেন সাজিদ সরকার।  

যাত্রী ব্যান্ডের বর্তমান লাইনআপ— তপু (ভোকাল), শামস (বেজ গিটার), খালিদ (ড্রামস), রোমেল (কিবোর্ড) ও সেতু (লিড গিটার)।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।